আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ব্রাভো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৪ এএম, ০৬ নভেম্বর ২০২১
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ব্রাভো

চোট সমস্যা, আন্তর্জাতিক ক্রিকেটে একে অনিয়মিত সব মিলিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ডোয়াইন ব্রাভোর খেলার কথাই ছিল না। শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন ব্রাভো। জাতীয় দলের হয়ে ফর্মেও ফিরেছিলেন, তবে বিশ্বকাপ ধরে রাখার মিশনে এসে সেমিফাইনালের আগেই থেমে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের স্বপ্ন যাত্রা। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ডোয়াইন ব্রাভো। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ বলে জানিয়েছেন ব্রাভো।

বিশ্বকাপ শুরুর আগে ডোয়াইন ব্রাভোর জানিয়েছিলেন এবারের আসরের পর আন্তর্জাতিক ক্রিকেটে থাকবেন না। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর জানিয়ে দিয়েছেন শনিবার (৬ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) শ্রীলঙ্কার কাছে ২০ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার টুয়েলভে এখন পর্যন্ত খেলা চার ম্যাচে শুধু বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল ক্যারিবিয়ানরা। তাই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ফলাফল যাই হোক, তাদের সেমি ফাইনালে যাওয়া হচ্ছে না।

নিজের বিদায় নিয়ে ডোয়াইন ব্রাভো বলেন, ‘আমরা ধারণা সময় এসে গেছে। খুব ভালো একটা ক্যারিয়ার পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৮ বছর খেলেছি। এই অঞ্চল এবং ক্যারিবিয়ানদের প্রতিনিধিত্ব করতে পেরে আমি কৃতজ্ঞ।’

এর আগেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন ডোয়াইন ব্রাভো। তবে ২০১৯ সালে বিশ্বকাপ ধরে রাখার মিশনে অবসর ভেঙে ফিরেছিলেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজকে শিরোপা উপহার দিতে পারেননি। 

আন্তর্জাতিক ক্রিকেটে ২৯৪ ম্যাচে ক্যারিবিয়ানদের প্রতিনিধিত্ব করেছেন ব্রাভো। এ সময় ব্যাট হাতে ৬৪১৩ রান এবং বল হাতে ৩৬৩ উইকেট শিকার করেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ডাচ ক্রিকেটের নতুন দায়িত্বে ডেসকাট

ডাচ ক্রিকেটের নতুন দায়িত্বে ডেসকাট

বিশ্বকাপ ব্যর্থতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ

বিশ্বকাপ ব্যর্থতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ

আইসিসির অক্টোবর সেরার তালিকায় সাকিব

আইসিসির অক্টোবর সেরার তালিকায় সাকিব

বিগব্যাশে নাম লেখালেন উন্মুক্ত চাঁদ

বিগব্যাশে নাম লেখালেন উন্মুক্ত চাঁদ