খেলোয়াড়ী জীবনের ইতি টানলেও ক্রিকেটের সাথেই থাকছেন নেদারল্যান্ডসের ক্রিকেটার রায়ান টেন ডেসকাট। অবসর নেওয়ার পরপরই নতুন দায়িত্ব পাচ্ছেন তিনি। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে নেদারল্যান্ডস দলের পরামর্শকের দায়িত্ব পালন করবেন এ অলরাউন্ডার।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানান, ৪১ বছর বয়সী ডাচ তারকা টেন ডেসকাট। টুর্নামেন্টের প্রাথমিক পর্বে সবগুলো ম্যাচ হেরে বিদায় নেয় নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের মতো হতাশার এক বিশ্বকাপ কাটিয়েছেন ডেসকাটও। দুই ম্যাচের একাদশে ছিলেন ডেসকাট। একম্যাচে ব্যাট হাতে গোল্ডেন ডাক পেলেও আরেক ম্যাচের ব্যাটিংয়েই নামার সুযোগ পাননি তিনি।
ক্যারিয়ারের শেষটা রাঙাতে না পারলেও স্মরণীয় সব পারফর্মেন্স করেছেন তিনি। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এ ক্রিকেটার ৩৩ ওয়ানডে খেলে ৫ সেঞ্চুরিতে ১৫৪১ রান করেন। সর্বনিন্ম এক হাজার রান করা ক্রিকেটারদের মধ্যে তার ব্যাটিং গড় সবচেয়ে বেশি। এছাড়াও ওয়ানডেতে বল হাতে শিকার করেছেন ৫৫ উইকেট।
টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচে ৫৩৩ রানের পাশাপাশি ১৩ উইকেট ঝুলিতে ভরেছেন। এছাড়াও টি-টোয়েন্টিতে তার স্ট্রাইকরেট ১৩২.৯১।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পর ৫০ ওভারের সংস্করণে মনযোগ দিচ্ছে ডাচরা। দক্ষিণ আফ্রিকায় আগামী ২৬ নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ডাচরা।
প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা বিপক্ষে মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এর আগে দুই দল ওয়ানডেতে চার বার মুখোমুখি হলেও জয়ের হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]