সুপার টুয়েলভে কোনো ম্যাচ না জিতেই বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ। সেমিফাইনাল খেলার লক্ষ্যে নিয়ে আসলেও সুপার টুয়েলভেই শেষ বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপে নিজেদের ব্যর্থতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত আসরের কোনোটিতেই দ্বিতীয় পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। সে ধারা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধরে রেখেছে বাংলাদেশ। আগের আসরগুলোতে জয়ের সম্ভাবনা তৈরি করলেও এবার তাও পারেনি টাইগার বাহিনী।
বিশ্বকাপের প্রাথমিক পর্বে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। তখন থেকেই শুরু হয় বাংলাদেশ ক্রিকেট দলের সমালোচনা। প্রাথমিক পর্বে পরের দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করে।
সুপার টুয়েলভে পাঁচ ম্যাচেই জয়হীন ছিল বাংলাদেশ বাহিনী। তবে বাংলাদেশের এ বাজে পারফর্মেন্সের কোনো কারণ জানেন না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাকি ম্যাচগুলোতে খুবই বাজে পারফর্মেন্স করেছি। দল হিসেবে এটা হতাশাজনক।’
দলের বাজে পারফর্মেন্সের কারণ নিজের কাছেও নেই বলে জানান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, ‘বাজে পারফর্মেন্সের ব্যাখ্যা আমার নিজের কাছেও নেই। কিছু প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]