শেষটা রাঙাতে চেয়েও পারলো না বাংলাদেশ। শেষ ম্যাচেও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাই তো বিশ্বকাপের সুপার টুয়েলভে কোনো ম্যাচ না জেতার ব্যর্থতা নিয়েই দেশে ফিরবে মাহমুদউল্লাহ বাহিনী।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম পাঁচ ম্যাচে হারের অভিজ্ঞতা নিয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে তাই তো বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ জানিয়েছিলেন জয় নিয়ে ফিরতে চায় টাইগাররা।
দুবাইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ইনিংসের তৃতীয় বলেই প্রথম উইকেট হারায়।গোল্ডেন ডাক নিয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস। এরপর একের পর প্যাভিলিয়নে ফেরা শুরু করেন বাংলাদেশের ক্রিকেটাররা।
দলীয় এ বিপর্যয়ের মধ্যেও ১৭ রান করেন ওপেনার নাঈম শেখ। ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে বসা বাংলাদেশের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং তরুণ ক্রিকেটার শামীম হোসেন। তাদের দুইজনের জুটিতে ৫০ রানের গন্ডি পার করে টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন শামীম।
শামীম, নাঈম ছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছিলেন। বাকি ৮ ব্যাটারের কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত ৭৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ১৯ রানে ৫ উইকেট শিকার করেন স্পিনার অ্যাডাম জাম্পা।
৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে হেসে খেলে জয় তুলে নেয় অজিরা। দুই ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার মিলে গড়ে তোলেন ৫৮ রানের জুটি।
পঞ্চম ওভারে তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরে যান অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে এতে অজিদের অস্ট্রেলিয়ার জয়ে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ফিঞ্চের আউট হওয়ার পর ফিরে যান আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। তাকে প্যাভিলিয়নে ফেরান বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
টানা দুই ব্যাটার প্যাভিলিয়নে ফিরলেও তা অস্ট্রেলিয়ার জয়ে কোনো বাধা ছিল না। কোনো বিপদ হতে না দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মিচেল মার্শ এবং গ্লেন ম্যাক্সয়েল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]