টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে মাত্র ৭৩ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ১৫ ওভার খেলতে পেছেরে টাইগারা। দলের পক্ষে মাত্র তিনজন ব্যাটার দুই অংক স্পর্শ করতে পেরেছে। তাদের ব্যক্তিগত সর্বোচ্চ ১৯ রান করেছেন শামীম পাটোয়ারী।
বিশ্বকাপের ৩৪তম ম্যাচে বৃহস্পতিবার (৪ নভেম্বর) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ওভরে তৃতীয় বলে গোল্ডেন ডাক মারেন লিটন কুমরা দাস। এরপর দ্বিতীয় ওভারের শেষ বলে সাজঘরে ফিরে সৌম্য সরকার।
দুই ওভার শেষে দলীয় ৬ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় ওভারে দলকে আরও হতাশ করে মুশফিকুর রহিম। ২ বলে ১ রান করে ফিরেন সাজঘরে। দলীয় ১০ রানে ৩ উইকেট হারানোর পর ৩৩ রানের পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। পাওয়া প্লে শেষে সপ্তম ওভারের প্রথম বলে আফিফ ফিরলে দলের পাঁচজন ঘরে ফিরেন।
৪ বল খেলে কোন রান না করে আফিফের ফেরান আগে দলীয় ৩২ রানে ওপেনার মোহাম্মদ নাঈমকে হারায় বাংলাদেশ। দলের ব্যাটারদের আসা-যাওয়া মাঝে ১৬ বলে ১৭ রান করেন তিনি।
স্কোরবোর্ডে ১ রান যোগ করে ফিরে যান বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং তরুণ শামীম হোসেন। তবে দলীয় ৬২ রানে শামীম ফিরলে সে চেষ্টাও ব্যর্থ হয়।
এরপর আর কেউ দলের হাল ধরতে পারেননি। ব্যাটারদের যাওয়া-আসার মিছিলে অধিনায়ক রিয়াদ করেন ১৬ রান। শেষ পর্যন্ত ৭৩ রানে থামে বাংলাদেশের ইনিংস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর/ আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]