টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের চার ম্যাচের সবগুলোতেই হেরে আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আসরে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই জয়ে রাঙাতে চায় টাইগারা। টুর্নামেন্টের নিজের শেষ ম্যাচে টস হেরেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) আসরের ৩৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। নিজেদের শেষ ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। অন্যদিকে, টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ।
বিশ্বকাপে বাংলাদেশের এটি শেষ ম্যাচ হলেও সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার এটি চতুর্থ ম্যাচ। এর আগে তিন ম্যাচে ২টি জয় তুলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে তারা।
চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো জয় পায়নি বাংলাদেশ। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের শেষটা রাঙিয়ে নিতে চায় টাইগাররা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ।
টস হেরে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘স্কোরবোর্ডে আমাদের ভালো একটা সংগ্রহ দাড় করাতে হবে। এই টুর্নামেন্টে এটা কঠিন। আমরা এবার নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। নিজেদের প্রমাণের জন্য আমাদেরকে খেলতে হবে।’
বাংলাদেশের একাদশে রয়েছে এক পরিবর্তন। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা ম্যাচে একাদশে ছিলেন না মোস্তাফিজ।
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
স্পোর্টসমেইল২৪/আরএস/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]