ভারত-আফগানিস্তান ম্যাচ নিয়ে ক্রিকেট সমর্থকদের মনে জেগেছে প্রশ্ন। অনেকেই বলছেন এটি পাতানো ম্যাচ। সাধারণ ক্রিকেট সমর্থকদের এ ধারণা ভুল বলে মনে করেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আকতার। সমালোচকদের চুপ থাকতে বলেছেন তিনি।
টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ভারত। প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষের কাছে কোনো ধরনের পাত্তাই পায়নি বিরাট কোহলির দল। তবে তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হেসে খেলে উড়িয়ে দিয়েছে তারা। এরপর থেকেই শুরু সমর্থকরা বলতে শুরু করেছেন আফগানিস্তান-ভারত ম্যাচ পাতানো হয়েছে।
আফগানিস্তান-ভারত ম্যাচ পাতানো নয় বলে জানান পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আকতার। তিনি বলেন, ‘এ ক্রিকেট ম্যাচটিকে পূর্বপরিকল্পিত কিংবা পাতানো বলা বন্ধ করুন। এটা কেবলই বাজে দিকটাই ফুটিয়ে তুলবে। আমি আফগানিস্তান ও ভারত উভয়ের পাশে আছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট সমর্থকরা আফগানিস্তানের খেলা, একাদশ এবং টস নিয়ে একের পর এক কথা বলতে শুরু করেন। অনেকেই একাদশে মুজিব উর রহমানের একাদশে না থাকা নিয়েও প্রশ্ন তোলেন।
মুজিব উর রহমানের বিষয়ে শোয়েব আকতার বলেন, ‘তিনি ইনজুরিতে আছেন। এমনি পুরো টুর্নামেন্টে তার মাঠে নাও নামা হতে পারে।’
আফগানিস্তানের ব্যাটিং এবং বোলিং নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে শোয়েব বলেন, ‘অনেক জায়গায় আফগানিস্তানের ব্যাটিং এবং বোলিং আরেকটু ভালো করা উচিত ছিল। তবে তারা তা করতে পারেনি।’
এছাড়াও আফগানিস্তানের উপর এভাবে জোরালো অভিযোগ আনতেও নিষেধ করেছেন শোয়েব। তিনি জানান, আফগানিস্তান শরীয়াহ আইন প্রচলিত যা। এ ভাবে আফগানদের বিপক্ষে অভিযোগ আনলে ক্রিকেটাররা বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন। যা কিনা তাদের ক্রিকেটকে নষ্ট করে দিতে পারে।
আফগানিস্তানের পক্ষে সাফাই গেয়ে শোয়েব আকতার জানান, আফগানিস্তান বিশ্বের অন্যতম সেরা দলের মুখোমুখি হয়েছে। আফগানিস্তান ভালো খেলতে পারেনি, তবে ভারত অনেক শক্তিশালী দল।
সুপার টুয়েলভে দুই দলের সামনে এখনও দুইটি করে ম্যাচ বাকি আছে। এ ম্যাচগুলো দুই দলের এবারের বিশ্বকাপের ভবিষ্যত নির্ধারণ করে দিবে বলে জানান তিনি। বলেন, ‘দুই দলের সামনেই টুর্নামেন্টে অনেক দূর যাওয়া বাকি আছে। যে কোনো কিছুই ঘটতে পারে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]