প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে বিগব্যাশে দল পেয়েছেন উন্মুক্ত চাঁদ। ভারতীয় ক্রিকেটাররা দেশের বাইরের ফ্রাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পাননা, তবে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ায় উন্মুক্ত চাঁদ বিশ্বের যেকোনো ফ্রাঞ্চাইজি লিগের খেলতে পারবেন। সে সুবিধাতেই দল পেয়েছেন তিনি। আসন্ন বিগব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামবেন তিনি।
চলতি বছরে ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়ে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন উন্মুক্ত চাঁদ। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ নিতেই সেখানে ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করেছেন তিনি।
২০১২ সালে ভারত অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ শিরোপাজয়ী দলের অধিনায়ক ছিলেন উন্মুক্ত চাঁদ। দারুণ সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করা হলেও প্রত্যাশার চাপ মেটাতে পারেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে ব্যর্থতার বৃত্তেই বন্দি ছিলেন চাঁদ।
এরপরেই ভারতের ক্রিকেটকে বিদায় জানিয়ে মার্কিন মুলুকে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন তিনি। এ বিষয়ে উন্মুক্ত চাঁদ বলেন, ‘আমার জন্য ভারতীয় ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কঠিন ছিল। কিন্ত আমি আমেরিকার ক্রিকেট বেশ উপভোগ করছি।’
আমেরিকার ক্রিকেট উপভোগ করছেন বলেও জানান উন্মুক্ত চাঁদ। এছাড়াও আমেরিকার ক্রিকেটের সৌজন্যে বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলার সুবিধা পাওয়ায় বেশ আনন্দিত তিনি।
বলেন, ‘আমি প্রতিদিন বেশ উন্নতি করছি। এখন আমি বিশ্বের সব লিগেই খেলতে পারবো। এটা আমার জন্য বড় একটা সুযোগ।’
মেলবোর্নের হয়ে নিজেকে প্রমাণ করার জন্য উন্মুখ হয়ে আছে বলে জানান উন্মুক্ত চাঁদ। এছাড়াও প্রথমবারের মতো মেলবোর্নের যেতে বেশ আগ্রহী বলেও জানান।
এ বিষয়ে উন্মুক্ত চাঁদ বলেন, ‘আমি মেলবোর্নে যেতে আগ্রহী হয়ে আছি। তাদের হয়ে ভালো খেলে শিরোপা জেতার ব্যাপারে আশাবাদী।’
২৮ বছর বয়সী উন্মুক্ত চাঁদকে দলে ভেড়াতে পেরে উচ্ছ্বসিত মেলবোর্ন রেনেগেডসের কোচ ডেভিড সকার। তিনি জানান, উন্মুক্ত যেকোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তার অভিজ্ঞতা দলকে শিরোপা জেতাতে অনেক বড় ভূমিকা রাখবে বলেও আশাবাদী সকার।
তিনি বলেন, ‘সে যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে খেলতে পারে। এটা আমাদেরকে অনেক ভালো সুবিধা দিবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]