টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ভারত। তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে একপেশে লড়াইয়ে হারিয়ে নিজেদের সেমিফাইনালের আশা টিকিয়ে রেখেছে বিরাট কোহলির দল। ভারতের বিপক্ষে হারের কারণ হিসেবে চাপ নিতে না পারাকেই কারণ হিসেবে দাঁড় করিয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।
বুধবার (৩ অক্টোবর) আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৬৬ রানের বিশাল ব্যবধানে হারে আফগানিস্তান। এ ম্যাচে ভারতের ব্যাটারদের কাছে কোনো পাত্তা পায়নি আফগান বোলাররা।
বিশ্বকাপে স্কটল্যান্ড এবং নামিবিয়াকে একরকম উড়িয়েই দিয়েছিল আফগানিস্তান। এছাড়াও পাকিস্তানের বিপক্ষে কিছুটা হলেও গড়ে তুলেছিল প্রতিরোধ। তবে ভারতের বিপক্ষে কোনো পাত্তাই পায়নি আফগানরা। এ কারণ হিসেবে রশিদ খান জানিয়েছেন, ভারতের বিপক্ষে না খেলার অভিজ্ঞতাই হারের মূল কারণ।
রশিদ খান বলেন, ‘ভারত কিংবা অন্য বড় দলের বিপক্ষে আমরা অনেক কম ম্যাচ খেলি। দল হিসেবে আপনার উপর বড় দলের বিপক্ষে খেলার চাপ আসবে। সেটা আমরা নিতে পারিনি।’
ভারত কিংবা অন্যান্য বড় দলের বিপক্ষে নিয়মিত না খেলায় তাদের সম্পর্কে জানা যায় না। এর ফলে তাদের বিপক্ষে এক পেশে লড়াইয়ে মুখোমুখি হতে হয় বলে জানান তিনি।
এ বিষয়ে রশিদ বলেন, ‘আমরা কালে-ভদ্রে তাদের সাথে খেলতে পারি। তাই ওদের শক্তিমত্তার জায়গা সম্পর্কে ধারণা পাই না। আমরা শুধু বিশ্বকাপ মঞ্চেই তাদের সাথে খেলতে পারি।’
বিশ্বের প্রায় সব ফ্রাঞ্চাইজি লিগেই দেখা যায় রশিদ-নবীদের। সেখানে বিশ্বমানের ক্রিকেটারদের বিপক্ষে খেলার পরও কেন তাদের এ অবস্থা, সে বিষয়ে রশিদ বলেন, ‘আমরা দুই-তিনজন বিভিন্ন লিগে খেলি। দলের বাকিরা খেলে না। আমাদের পাশাপাশি তাদেরকেও বড় দলের বিপক্ষে খেলার জন্য আত্মবিশ্বাসী হতে হবে।’
ভারতের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে না পারলেও নিজেদের দিনে আফগানিস্তান যে কাউকে হারাতে পারে বলে মনে করেন আফগান লেগ স্পিনার। তিনি বলেন, ‘আমরা যেকোনো দলকেই হারাতে পারবো। তবে বড় দলের সাথে নিয়মিত খেললেই আমরা আরও ভালো করতে পারবো।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]