নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১২ পিএম, ০৩ নভেম্বর ২০২১
নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা চতুর্থ ম্যাচ জিতে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। প্রথম দল হিসেবে ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে নামিবিয়াকে ৪৫ রানে হারিয়েছে পাকিস্তান। এ ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেছে নামিবিয়া।

আবুধাবী শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে অধিনায়ক বাবর আজম এবং ওপেনার মোহাম্মদ রিজওয়ান মিলে নামিবিয়ার বোলারদের উপর চড়াও হয়ে খেলতে শুরু করেন। দুইজন মিলে গড়ে তোলেন ১১৩ রানে বিশাল জুটি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি পাকিস্তানের দ্বিতীয় শতরানের উদ্বোধনী জুটি।

১৫তম ওভারে দলীয় ১১৩ রানে অধিনায়ক বাবর ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন। তিন নম্বরে নামা ফখর জামান উইকেটে থিতু হওয়ার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন। তবে টানা দুই উইকেট হারালেও পথ হারায়নি পাকিস্তান। চতুর্থ উইকেট জুটিতে ওপেনার রিজওয়ান এবং অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ মিলে গড়ে তোলেন ৬৭ রানে জুটি। তাদের এ জুটিত ১৮৯ রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান।

অপরদিকে ১৯০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ফিরে যান ওপেনার মাইকেল ভ্যান লিনজেন। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার স্টিফেন বার্ড এবং ক্রেইগ উইলিয়ামস। তারা দুইজন মিলে গড়ে তোলেন ৪৭ রানের জুটি।

রান আউট হয়ে স্টিফেন বার্ড ফিরলে তাদের এ জুটি ভাঙে। ১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে নামিবিয়ার ব্যাটাররা ছিলেন বেশ আগ্রাসী। তাদের এ আগ্রাসী ব্যাটিংয়ে মনে হচ্ছিলো কোনো অঘটন ঘটতেও পারে। তবে অভিজ্ঞতার কাছে পেরে উঠেনি।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে খেই হারিয়ে ফেলেনি নামিবিয়া। তাই তো পাকিস্তানের বোলাররা মাত্র পাঁচজন নামিবিয়ান ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরাতে সক্ষম হয়েছিল।

নামিবিয়ার হয়ে ডেভিড ভিসা সর্বোচ্চ ৪৩ রান করেন। এছাড়াও তিন নম্বরে নামা ক্রেইগ উইলিয়ামস করেছেন ৪০ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের মধ্যে পঞ্চমবার সেমিফাইনালে পা রাখলো পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সেমিফাইনাল রেকর্ড বাবর আজমের দলের কাছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

দল হিসেবে ভালো না করলে সবকিছুই আসলে কঠিন : তাসকিন

দল হিসেবে ভালো না করলে সবকিছুই আসলে কঠিন : তাসকিন

আবারও ক্রিকেটে ফিরছেন যুবরাজ সিং

আবারও ক্রিকেটে ফিরছেন যুবরাজ সিং

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্রামে 'ক্লান্ত' মোস্তাফিজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্রামে 'ক্লান্ত' মোস্তাফিজ

ধোনি-আসগর সরিয়ে শীর্ষে মরগান

ধোনি-আসগর সরিয়ে শীর্ষে মরগান