দল হিসেবে ভালো না করলে সবকিছুই আসলে কঠিন : তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৪ এএম, ০৩ নভেম্বর ২০২১
দল হিসেবে ভালো না করলে সবকিছুই আসলে কঠিন : তাসকিন

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্বে প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভে পা রেখেছিল বাংলাদেশ। তবে সুপার টুয়েলভে এখনও জয়ের দেখা পায়নি টাইগাররা। বাজে পারফর্মেন্সের কারণে দেশজুড়ে চলছে টাইগারদের সমালোচনা। এ উপলব্ধিতেই পেসার তাসকিন আহমেদ জানান, দল হিসেবে ভালো না করলে সবকিছু কঠিন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এ ম্যাচ ব্যাট হাতে মাত্র ৮৪ থামে বাংলাদেশের ইনিংস। ৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও ১৪তম ওভার পর্যন্ত খেলে দক্ষিণ আফ্রিকা। 

ব্যাট হাতে ভালো না করলেও বল হাতে দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরার চেষ্টা করে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদ ৪ ওভার বোলিং করে ১৮ রানে ২ উইকেট শিকার করেন। এরপরেও দল হিসেবে পারফর্ম না করলে সমালোচনা হবেই বলে মনে করেন তিনি।

তাসকিন বলেন, ‘দল হিসেবে পারফর্ম ভালো না হলে সবকিছুই আসলে কঠিন। খুবই স্বাভাবিক ভালো না খেললে অনেক কথা হয়, অনেক কিছু হয়।’

এছাড়াও দল হিসেবে ভালো না করলে হওয়া সমালোচনায় ক্রিকেটাররা অনেক চাপে থাকে বলে স্বীকার করে তাসকিন। বলেন, ‘সব মিলিয়ে ক্রিকেটাররা অনেক চাপে থাকে। অভার অল তো ভালো হয়নি। আশা করছি ভবিষ্যতে ভালো হবে।’ 

দল ভালো না করলেও দারুণ বোলিং করেছেনত তাসকিন আহমেদ। এ বিষয়ে তাসকিন আহমেদ বলেন, ‘বোলিং ভালো হয়েছে। দিনশেষে ম্যাচ জিততে না পারলে তো খারাপ লাগে।’

এছাড়াও টস হেরে ব্যাটিংয়ে নেমে বড় স্কোর করতে না পারাকে ব্যাটারদের আত্মবিশ্বাস কম থাকাকে দায়ী করেছেন তিনি। বলেন, ‘দুর্ভাগ্যবশত, ভালো রান করতে পারিনি। কিছু ম্যাচ হারাতে আমরা কিছুটা ব্যাকফুটে আছি। ব্যাটিং বিভাগে আত্মবিশ্বাস কম থাকাতে ভালো রান হয়নি। যদিও ওরা ভালো বল করেছে দূর্ভাগ্যবশত বেশি রান করতে না পারায় ম্যাচটা হেরে গিয়েছি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক পরাজয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক পরাজয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্রামে 'ক্লান্ত' মোস্তাফিজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্রামে 'ক্লান্ত' মোস্তাফিজ

সাকিবের অনুপস্থিতি, ক্ষতির বিপরীতে ইতিবাচক দেখছেন ডোমিঙ্গো

সাকিবের অনুপস্থিতি, ক্ষতির বিপরীতে ইতিবাচক দেখছেন ডোমিঙ্গো

বিশ্বকাপ স্কোয়াড নিয়েই বাংলাদেশে আসবে পাকিস্তান

বিশ্বকাপ স্কোয়াড নিয়েই বাংলাদেশে আসবে পাকিস্তান