আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড নিজের দখলে রেখেছিলেন আফগানিস্তানের সাবেক ক্রিকেটার আসগর আফগান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে দলকে জয় এনে দিয়ে এ রেকর্ড নিজের করে নিয়েছে ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংলিশদেরকে ৬৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ইয়ান মরগান। এ সময়ে ইংল্যান্ডকে ৪৩ ম্যাচে জয় এনে দিয়েছেন। ৪৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে ইংল্যান্ড জয় পেয়েছিল। অফিসিয়ালি এ দুই ম্যাচের ফলাফল টাই হিসেবে লেখা থাকবে।
দ্বিতীয় সর্বোচ্চ ৪২ টি করে ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগান।
ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অধীনে ৭২ ম্যাচ খেলেছিল ভারত। এ সময় ভারতকে ৪২ জয় এনে দেন তিনি। এর মধ্যে একটি জয় ছিল টাইব্রেকার নিয়মে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে টাইব্রেকারে জয় পায় ভারত।
এদিক থেকে মরগান কিংবা ধোনির থেকে এগিয়ে আছেন আসগর আফগান। তিনি আফগানিস্তানকে ৫২ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। এরমধ্যে ৪২ ম্যাচে দলকে জয় এনে দেন। তার অধীনে আফগানিস্তানের পাওয়া কোনো জয়ই টাইব্রেকার নিয়মে আসেনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]