বিশ্বকাপ স্কোয়াড নিয়েই বাংলাদেশে আসবে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪০ এএম, ০৩ নভেম্বর ২০২১
বিশ্বকাপ স্কোয়াড নিয়েই বাংলাদেশে আসবে পাকিস্তান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পাঁচ দিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। এ সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি দুই টেস্ট খেলবে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই সফর অনুষ্ঠিত হওয়ায় সরাসরি বাংলাদেশে পা রাখবে পাকিস্তান। এ সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে থাকবে না কোনো পরিবর্তন।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে খেলা একরকম নিশ্চিত করেছে পাকিস্তান। সবকিছু ঠিকঠাক থাকলে ১১ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনালে খেলবে পাকিস্তান। আর সেমিফাইনালে জিতলে ১৪ নভেম্বর একই ভেন্যুতে শিরোপার লড়াইয়ে নামবে তারা। তাই তো বাংলাদেশ সফরের আগে তাদের দেশে ফেরার কোনো সুযোগ থাকছে না।

বিশ্বকাপ শেষ করেই ১৬ নভেম্বর পাকিস্তান দলের ঢাকায় আসার কথা রয়েছে। এর দুই দিন পরেই ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে মোকাবিলা করবে পাকিস্তান।

পাকিস্তানের গণমাধ্যম জানাচ্ছে, বিশ্বকাপের পর পাকিস্তান দলের দেশে ফেরার কোনো সুযোগ না থাকায় স্কোয়াডে কোনো পরিবর্তন আসবে না। বিশ্বকাপে খেলা স্কোয়াড নিয়েই বাংলাদেশ সিরিজ খেলবে পাকিস্তান। দলে কোনো ইনজুরি সমস্যা দেখা দিলেও বাইরে থেকে স্কোয়াডে কাউকে দলে ঢুকানোর প্রয়োজন হবে না। কারণ বিশ্বকাপ স্কোয়াডের সাথে তিনজন অতিরিক্ত ক্রিকেটার নিয়েছে পাকিস্তান।

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আশা করা হচ্ছে পাকিস্তান দল আরব আমিরাত থেকে সরাসরি বাংলাদেশে চলে যাবে। বিশ্বকাপ এবং বাংলাদেশ সফরের মধ্যে পর্যাপ্ত বিরতি নেই। তাই ক্রিকেটারদের বায়ো-বাবল ভাঙা হবে না।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডই বাংলাদেশ সফরে যাবে। বিশ্বকাপ চলাকালীন যদি কোনো ক্রিকেটার ছিটকে যায়, দলে আমাদের পর্যাপ্ত বিকল্প আছে। তাই বাইরে থেকে কোনো ক্রিকেটারকে দলে নিতে হবে না।’

টি-টোয়েন্টি স্কোয়াডে কোনো পরিবর্তন না আসলেও টেস্ট স্কোয়াডে পরিবর্তন থাকবে তা নিশ্চিত করেছে পিসিবি। তারা জানিয়েছে টেস্ট বিশেষজ্ঞ হিসেবে সিরিজের আগে দলে যোগ দিবেন তিন-চার জন ক্রিকেটার। 

পাকিস্তান দলে টেস্ট বিশেষজ্ঞ হিসেবে স্কোয়াডে যোগ দিবেন ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, আব্দুল্লাহ শফিক এবং সৌদ শাকিল। 

চলতি বছরের ২৬ নভেম্বর থেকে বন্দরনগরী চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের ১ম টেস্ট শুরু হবে। বিশ্বকাপের পরে প্রায় ১১ দিন বিরতির পর মাঠে গড়াবে টেস্ট সিরিজ। তাই তো টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা কয়েকদিন পরে দলের সাথে যুক্ত হবেন।

সিরিজের সময়সূচি

টি-টোয়েন্টি সিরিজ

১ম টি-টোয়েন্টি- ১৯ নভেম্বর
২য় ট-টোয়েন্টি- ২০ নভেম্বর
৩য় টি-টোয়েন্টি- ২২ নভেম্বর

*সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

টেস্ট সিরিজ

১ম টেস্ট: ২৬-৩০ নভেম্বর, চট্টগ্রাম।
২য় টেস্ট: ৪-৮ ডিসেম্বর, ঢাকা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ বলের ছক্কায় বাটলারের দুই প্রথম

শেষ বলের ছক্কায় বাটলারের দুই প্রথম

বিশ্বকাপ ব্যর্থতার মাঝেও দলের উন্নতি দেখছেন ডোমিঙ্গো

বিশ্বকাপ ব্যর্থতার মাঝেও দলের উন্নতি দেখছেন ডোমিঙ্গো

ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও টি-টোয়েন্টি খেলবেন না তামিম

ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও টি-টোয়েন্টি খেলবেন না তামিম

তারকা হওয়ার পথে পাকিস্তানের আসিফ

তারকা হওয়ার পথে পাকিস্তানের আসিফ