বিশ্বকাপ ব্যর্থতার মাঝেও দলের উন্নতি দেখছেন ডোমিঙ্গো
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচে ওমান এবং পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে পা রাখে বাংলাদেশ। তবে সুপার টুয়েলভে খেলা তিন ম্যাচের একটিতেও জয় পায়নি টাইগার বাহিনী। তাই তো চারদিকে বাংলাদেশের ব্যর্থতার কথা শোনা যাচ্ছে। তবে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর মতে দল বিশ্বকাপে ব্যর্থ হলেও সামগ্রিকভাবে উন্নতি করছে।
মঙ্গলবার (২ নভেম্বর) চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচের আগের দিন সোমবার (১ নভেম্বর) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক রাসেল ডোমিঙ্গো। সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো জানান, চারদিকে দল নিয়ে সমালোচনা হলেও দল উন্নতি করছে।
ডোমিঙ্গো বলেন, ‘আমরা জানি এটা (ক্রিকেট) একটি জাতীয় খেলা। ফলাফল ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ। তবে গত ১২ মাসে টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয়ের রেকর্ড রয়েছে দলটির। আমরা কিছু বড় সিরিজ জিতেছি। আমার মনে হয় সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে দুটি সংকীর্ণ হারকে ভিত্তি করে দলকে বিচার করা খুবই অন্যায় হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র দুই ম্যাচে জয়ের হাসি হেসেছে টাইগার বাহিনী। বিশ্বকাপে কাঙ্খিত সাফল্য না পেলেও দল উন্নতির মধ্যে আছে বলে জানান টাইগার কোচ। বলেন, ‘দল অনেক অগ্রগতি করেছে। কিছু তরুণ খেলোয়াড় আছে। কোনোভাবেই আমাদের সব কিছু শেষ হয়ে যায়নি। উন্নতির অনেক জায়গা আছে। আমি জানি চারপাশে অনেক নেতিবাচক দিক রয়েছে, কিন্তু ইতিবাচক হওয়ারও অনেক কিছু আছে।’
বাংলাদেশ জুড়ে ডোমিঙ্গো এবং ক্রিকেটারদের নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। এ বিষয়েও খোঁজ খবর রেখেছেন কোচ ডোমিঙ্গো। সমালোচকদের উদ্দেশ্যে ডোমিঙ্গো বলেছেন। দল সর্বশেষ এক বছর ধরেই উন্নতি করেছে। যার প্রভাব র্যাঙ্কিংয়ে পড়েছে।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছিল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের এ উন্নতিকে দলের জন্য বড় অর্জন বলে মনে করে ডোমিঙ্গো। বলেন, ‘আমি মনে করি দলটি ব্যাপকভাবে এগিয়েছে। আট মাসে বিশ্বের ১১ নম্বরে থেকে র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে থাকাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় অর্জন।’
সমালোচকদের কথার উত্তরে উন্নতির কথা বললেও বাংলাদেশ কোচ শিকার করেছেন বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান যেখানে থাকার কথা ছিল সেখানে নেই। তবে ভবিষ্যতে আরও আগাবে বলে বিশ্বাস করছেন তিনি।
এ বিষয়ে ডোমিঙ্গো বলেন, ‘কিন্তু আমরা জানি যে আমাদের যেখানে থাকা দরকার ছিল তার থেকে অনেক দূরে রয়েছে। তবে রাতারাতি সব হয়ে যায় না। এটা একটা প্রক্রিয়া।’
২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে বিশ্বকাপের আগে দলকে পুরোপুরি গুছিয়ে আনাটাও জরুরি মনে করছেন কোচ। বলেন, ‘এক বছরের মধ্যে আরেকটি বিশ্বকাপ আছে। জিনিসগুলো ঠিক করতে হবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]