চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের হতশ্রী পারফর্মেন্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা। এ সমালোচনার মধ্যেও বাইরের কিছু নিয়ে মাথা ঘামাচ্ছেন না বাংলাদেশ দলের কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় না থাকায় এসব নিয়ে কিছুই জানেন না তিনি।
মঙ্গলবার (২ নভেম্বর) বিশ্বকাপের সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচের আগে করা সংবাদ সম্মেলনে কোচ ডোমিঙ্গো জানান, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে না থাকায় সমালোচনা নিয়ে চিন্তা করছেন না। বরং তার মতে সমালোচনার কারণে তরুণ ক্রিকেটারদের পারফর্মেন্স সামনে আসতে পারছে না।
ডোমিঙ্গো বলেন, ‘আমি ভাগ্যবান। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই। আমি সংবাদ বেশি একটা পড়ি না।’
বিশ্বকাপে দল ভালো না করলেও তরুণ ক্রিকেটাররা বিশ্বকাপে ভালো করছে বলে জানান বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘এখানে তরুণদের অনেকেই ভালো পারফর্মেন্স করছে। শরিফুল ও নাঈমও দারুণ খেলছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ তরুণ একটি দল নিয়ে খেলতে গিয়েছে বলে জানান ডোমিঙ্গো। তার মতে দলে তিনজন সিনিয়র ক্রিকেটার থাকায় সবাই এ বিষয়টা ভুলে গিয়েছে। বিশ্বকাপে দল ব্যর্থ হলেও অনেক পজিটিভ বিষয় আছে বলেও জানান তিনি।
দল খারাপ পারফর্ম করলেও তরুণ ক্রিকেটারদের পারফর্মেন্স কোচ ডোমিঙ্গোকে বেশ আশাবাদী করে তুলেছে। তার মতে এখান থেকে ক্রিকেটাররা অনেক অভিজ্ঞতা অর্জন করবে এবং ভবিষ্যতে বেশ ভালো করবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]