টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালের পথে ঠিক খাদের কিনারায় দাঁড়িয়ে ভারত। সুপার টুয়েলভে পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও লজ্জাজনক পরাজয়ে কোহলিদের পয়েন্ট এখনও শূন্য। বাকি তিন ম্যাচের একটিতে হারলেই বিদায় নিশ্চিত। দলের এমন সমিকরণের মাঝেও নবাগত স্কটল্যান্ড ও নামিবিয়ার সাথে গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানকেও ‘দুধের শিশু’ ভাবছে ভারতীয় গণমাধ্যম।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ব্যবধানে হারের লজ্জা পেয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে টিম ইন্ডিয়া। যার ফলে সেমি-ফাইনালে খেলার পথ অনেকটাই কঠিনই হয়ে গেছে ভারতের।
সুপার টুয়েলভের গ্রুপ-২-এ পাকিস্তান-নিউজিল্যান্ড ছাড়া বাকি তিন প্রতিপক্ষ হলো- আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়া। গ্রুপে তুলনামূলক শক্তিশালী দুটি দলের সাথেই পরাস্ত হয়েছে ভারত। বাকি তিন দলের মধ্যে স্কটল্যান্ড-নামিবিয়া প্রথমবারের মতো বিশ্ব আসরের সুপার টুয়েলভে খেলছে। তার মধ্যে নামিবিয়ার এটাই প্রথম বিশ্বকাপ।
স্কটল্যান্ড-নামিবিয়া নবাগত হলেও আফগানিস্তান ক্রিকেট দল বেশ শক্তিশালী। সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হারলেও বাকি দুই দল স্কটল্যান্ড-নামিবিয়ার বিপক্ষে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৩০ রান এবং তৃতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ৬২ রানের ব্যবধানে জয় পেয়েছে রশিদ-নবিরা।
তিন ম্যাচে দুই দলের বিপক্ষে জয় পেয়ে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানের রান রেট সবার চেয়ে বেশি, ৩.০৯৭। যেখানে তিন ম্যাচেই জয় তুলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পাকিস্তানের রান রেট ০.৬৩৮। আর দুই ম্যাচে এক জয়ে তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রাট রেট ০.৭৬৫।
এদিকে, বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলতে হলে ভারতের সামনে বাকি তিন ম্যাচে জয়ের কোন বিকল্প নেই। একটিতে হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। যেখানে স্কটল্যান্ড-নামিবিয়ার বাধা পার হলেও বাঁধা হয়ে দাঁড়াতে পারে আফগানিস্তান ক্রিকেট দল।
বিশ্বকাপে গ্রুপ-২ এর বর্তমান পয়েন্ট টেবিল
দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার শঙ্কায় থাকলেও স্কটল্যান্ড-নামিবিয়ার সাথে আফগানিস্তান ক্রিকেট দলকেও ‘দুধের শিশু’ ভাবছে কলকাতা থেকে প্রকাশিত জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর ‘শেষ চারে যেতে গেলে কোহলীদের তাকিয়ে থাকতে হবে তিন দুধের শিশুর দিকে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে। যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
পত্রিকাটি তাদের প্রতিবেদনে বলে, ‘এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কার্যত ছুটি হয়ে গেল বিরাট কোহলির ভারতের। নিউজিল্যান্ডের কাছে হারার ফলে ভারতের সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এখন ভারতকে তাকিয়ে থাকতে হবে তিন দুধের শিশু আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডের দিকে।’
বুধবার (৩ নভেম্বর) রাতের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। মূলত ওই ম্যাচেই ভারতের বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে। আফগানিস্তানের বিপক্ষে হেরে গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসর থেকে বিদায় নিবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]