চ্যাম্পিয়নস ট্রফি কিংবা বিশ্বকাপ, আইসিসির টুর্নামেন্ট মানেই নিউজিল্যান্ডের সর্বোচ্চ দৌড় ছিল সেমিফাইনাল পর্যন্ত। ২০১৫ সালে এ ধারা ভেঙে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলে কিউইরা। এরই ধারাবাহিকতায় ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপেও খেলেছে নিউজিল্যান্ড। ধারবাহিকতা বজায় রেখে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও দূর্দান্ত ফর্মে আছে নিউজিল্যান্ড। তাই তো কিউইদের এ দলকে সেরা বলে অ্যাখায়িত করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
সীমিত ওভারের বিশ্বকাপের ফাইনালে জিততে না পারলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের শিরোপা নিজেদের করে নিয়েছিল নিউজিল্যান্ড। সে ম্যাচে ভারতের বিপক্ষে বেশ দাপটের সাথে ম্যাচ জিতেছিল কিউইরা।
এ ম্যাচের পর রোববার (৩১ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল। তবে এবারও কিউইদের বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ ভারত। নিউজিল্যান্ডের এ দাপুটে জয়ের পর তাদেরকে ক্রিকেটের তিন ফরম্যাটের সেরা দল বলে অ্যাখায়িত করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছিল নিউজিল্যান্ড। তবে এ জয় তুলে নিতে পাকিস্তানকে বেশ বেগ পেতে হয়েছিল।অপরদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে একরকম উড়িয়েই দিয়েছে তারা।
এ ম্যাচের পর এক টুইট বার্তায় ভন জানান, এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দল নিউজিল্যান্ড। তবে এটা কেউ শিকার করবে না। এমনকি তারা নিজেরাও বিষয়টা শিকার করবে না।
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে শিরোপা প্রত্যাশী হিসেবে ভারতের নাম বেশ ভালোভাবেই উচ্চারিত হয়েছিল। এছাড়াও এ তালিকায় ছিল ওয়েস্ট ইন্ডিজের নাম তবে দুই দলই টুর্নামেন্টের শুরুতে নিজেদেরকে হারিয়ে খুঁজছে।
No one will admit it including themselves as they are so humble but #NZ are pound for pound the best all format Cricket team in the World at the moment … #Fact #T20WorldCup
— Michael Vaughan (@MichaelVaughan) October 31, 2021
নিউজিল্যান্ড সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকলেও তাদেরকে নিয়ে আলোচনা হয়নি। এমনকি তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়েও কেউ কিছু বলেনি। বুধবার (৩ অক্টোবর) স্কটল্যান্ডে বিপক্ষে মাঠে নামবে উইলিয়ামসনের দল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]