ইংল্যান্ডের বিপক্ষে হারের পর একাদশ নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। শুধু একাদশ নয়, ওই ম্যাচে ক্রিকেটারদের খেলার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ইংল্যান্ডের ম্যাচে একাদশে ছিলেন না ব্যাটার মিচেল মার্শ। তাকে একাদশে না রাখাটা বেশ হতাজনক বলে জানান তিনি। অস্ট্রেলিয়ার একাদশে স্মিথের জায়গা দেখেন না ওয়ার্ন।
বিশ্বকাপে সুপার টুয়েলভে শনিবার (৩০ অক্টোবর) ইংলিশদের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নেমে অজিরা মাত্র ১২৫ রানে গুটিয়ে যায়। জবাবে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা করেছে অস্ট্রেলিয়া। ওই দুই ম্যাচের একাদশে ছিলেন ব্যাটিং অলরাউন্ডার মিচেল মার্শ। তবে তৃতীয় ম্যাচের একাদশে ছিলেন না তিনি। তাকে একাদশের বাইরে রেখে বোলিং অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগারকে নামানো হয়।
অপরদিকে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা বিপক্ষে যথাক্রমে ৩৫ এবং ২৮ রান করেন স্টিভেন স্মিথ। তবে ইংল্যান্ডের বিপক্ষে ৫ বল খেলে মাত্র ১ রান করেন তিনি
ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া। স্কোর বোর্ডে ২১ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসে। ওই ধাক্কা সামলে আর ফিরতে পারেনি তারা।
দলের এমন অবস্থায় হতাশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। তিনি এ টুইট বার্তায় বলেন, ‘মার্শকে বাইরে রেখে অস্ট্রেলিয়া দল নির্বাচন এবং ম্যাক্সওয়েলকে পাওয়ার প্লেতে নামানো হতাশাজনক। তার সবসময়ই পাওয়ার প্লের পরে আসা উচিত। অস্ট্রেলিয়ার পরিকল্পনা এবং কৌশল খুবই দুর্বল ছিল।’
তিনি আরও জানান, স্মিথকে পছন্দ করলেও তার টি-টোয়েন্টিতে খেলা উচিত না। বলেন, ‘স্মিথকে আমি পছন্দ করি। টি-টোয়েন্টি দলে তার থাকা উচিত। মার্শকেই থাকতে হবে।’
সুপার টুয়েলভে তিনটি ম্যাচ খেলে সব কয়েকটি ম্যাচেই দাপটের সাথে জিতেছে ইংল্যান্ড। ইংলিশদের কাছে টি-টোয়েন্টি খেলা শেখার পরামর্শ দেন তিনি।
বলেন, ‘ইংল্যান্ড টি-টোয়েন্টিতে ভালো খেলছে। ওদের কাছে বিধ্বস্ত হওয়ার পর আশা করি দলকে টি-টোয়েন্টিতে খেলা শিখবে। খেলার ধরন এবং একাদশে পরিবর্তন আনা উচিত।’
ইংল্যান্ডের কাছে হারলেও বিশ্বকাপের সেমিফাইনালে খেলার পথে বেশ ভালোভাবেই আছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের দুইটিতে জিতে নেট রানরেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]