বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে আফ্রিকার দেশ নামিবিয়া। আফগান বোলারদের দাপটে ৬২ রানে ব্যবধানে হেরেছে তারা। বিশ্বকাপের সুপার টুয়েলভে এটি আফগানদের দ্বিতীয় জয়।
রোববার (৩১ অক্টোবর) আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারের ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬০ রান তোলে আফগানরা। আফগানদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন মোহাম্মদ শেহজাদ।
এছাড়াও হজরতউল্লাহ জাজাই ২৭ বলে ৩৩ এবং মোহাম্মদ নবী ১৭ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা আসগর আফগান এদিন ব্যাট হাতে ছিলেন বেশ উজ্জ্বল। এ ম্যাচে ২৩ বলে ৩১ রান করেন তিনি।
নামিবিয়ার হয়ে রুবন ট্রাম্পেলম্যান এবং জন নিকোল লফটি-ইটন দুইটি করে উইকেট শিকার করেন।
১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ রানে প্রথম উইকেট হারায় নামিবিয়া। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আফ্রিকার দেশটি। চোটের কারণে আফগান একাদশে ছিলেন না মুজিব উর রহমান। তবে তার অনুপস্থিতি বুঝতে দেননি আফগান বোলাররা। মুজিবের বদলে একাদশে জায়গা পাওয়া হামিদ হাসান দুর্দান্ত পারফর্ম করেন।
নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে নামিবিয়া জড়ো করে মাত্র ৯৮ রান। হামিদ হাসান ৯ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। এছাড়াও ২৬ রানে দিয়ে তিন উইকেট নেন নাভিন উল হক। নামিবিয়ার হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন অলরাউন্ডার ডেভিড ভিসা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]