চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ সপ্তম আসরের ২৫তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্টিক করেছেন শ্রীলঙ্কার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। এবারের আসরের এটি দ্বিতীয় হ্যাটট্টিক। চলমান আসরে প্রাথমিক পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম হ্যাটট্টিক করেছিলেন আয়ারল্যান্ডের পেসার কার্টিস ক্যাম্ফার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় হ্যাট্টিকম্যান হলেন হাসারাঙ্গা। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ২৩তম হ্যাটট্টিক। চতুর্থ শ্রীলঙ্কান হিসেবে টি-টোয়েন্টিতে এটি পঞ্চম হ্যাটট্টিক। এর আগে থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা দু’বার এবং আকিলা ধনাঞ্জয়া হ্যাটট্রিক করেন।
শনিবার (৩০ অক্টোবর) দক্ষিণ আফ্রিকা ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে এইডেন মার্করামকে বোল্ড করেন হাসারাঙ্গা। এরপর দুই ওভার বিরতি দিয়ে ১৮তম ওভারে আবারও আক্রমণে এসে ওভারের প্রথম দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন হাসারাঙ্গা।
ওই ওভারের প্রথম দুই বলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ও ডোয়াইন প্রিটোরিয়াসের উইকেট শিকার করেন হাসারাঙ্গা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে প্রথম হ্যাটট্টিক করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি। ২০০৭ সালে প্রথম আসরে কেপটাউনে বাংলাদেশের বিপক্ষে সেই হ্যাটট্টিক করেছিলেন লি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]