টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৪তম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে গেছে আফগানিস্তান। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মোহাম্মদ নবিকে শুনতে হয়েছে দেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন। পাল্টা জবাবও দিয়েছেন তিনি। বলেন, আমরা বিশ্বকাপ খেলতে এসেছি, রাজনৈতিক কথা বলতে নয়।
পাকিস্তানি সাংবাদিকের প্রশ্ন ছিল- ‘নবি আফগানিস্তান দু’টি ম্যাচেই ভালো খেলেছে। আপনারদের সরকার পরিবর্তন হয়েছে। পাল্টে গেছে দেশের পরিস্থিতি। দেশে ফেরার পর আপনাদের প্রশ্নের মুখে সম্মুখীন হতে হবে- এমন কোন শঙ্কা আছে কি-না?
পাকিস্তানের ওই সাংবাদিকদের প্রশ্ন বেশ শক্ত হাতে সামাল দেন নবি। বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতির কথা দূরে সরিয়ে রেখে ক্রিকেট নিয়ে কথা বললেই কি ভালো হতো না? ক্রিকেট নিয়ে আপনি কোন প্রশ্ন করুন।’'
তিনি বলেন, ‘আমরা সঠিক প্রস্তুতি নিয়েই এখানে বিশ্বকাপ খেলতে এসেছি, রাজনৈতিক কথা বলতে নয়। তাই ক্রিকেট সংক্রান্ত যে কোন প্রশ্ন আপনি করতে পারেন।’
পাকিস্তানের ওই সাংবাদিক আরও একটি প্রশ্ন করেন। সেটিও নবির কাছে ক্রিকেট সংক্রান্ত বলে মনে হয়নি। সাংবাদিক বলেন, ‘তালেবানের-পাকিস্তান সম্পর্ক ভালো হওয়ায় আফগানিস্তানের ক্রিকেট দলের সুবিধা হবে কি-না!’
এ প্রশ্নের জবাবে নবি বলেন, ‘এটা ক্রিকেট সংক্রান্ত প্রশ্ন নয়।’
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে ১৩০ রানে হারিয়ে যাত্রা শুরু করেছিল আফগানিস্তান। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (২৯ অক্টোবর) পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে গেছে আফগানরা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]