টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক জয় তুলেই নিচ্ছে পাকিস্তান। ভারত-নিউজিল্যান্ডের পর এবার আফগানদের বধ করলো পাকিস্তান। সুপার টুয়েলভে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে বাবর আজমের দল।
শুক্রবার (২৯ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হয় পাকিস্তান। এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।
নবীর সে সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেনি আফগানিস্তানের ব্যাটাররা। একের পর এক ব্যাটার প্যাভিলিয়নে যাওয়া-আসার মিছিলে যোগ দিয়েছিলেন। ৭৬ রানে ৬ উইকেট হারিয়ে বসা আফগানদের ত্রাণকর্তা হয়ে দাঁড়ান অধিনায়ক মোহাম্মদ নবী এবং গুলবাদিন নায়েব।
নবী এবং গুলবাদিন নায়েব মিলে ৭ম উইকেট জুটিতে ৪৫ বলে ৭১ রান যোগ করেন। অধিনায়ক নবী ৩২ বলে ৩৫ এবং গুলবাদিন ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। তাদের দুইজনের ব্যাটে ভর করে ১৪৭ রানে থামে আফগানদের ইনিংস।
পাকিস্তানের হয়ে ইমাদ ওয়াসিম দুইটি এবং শাহিন আফ্রিদি ও হাসান আলি একটি করে উইকেট শিকার করেন।
১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১২ রানে ফিরে যান ওপেনার মোহাম্মদ রিজওয়ান। এরপর বাবর আজম এবং ফখর জামান দলের হাল ধরেন। তবে বাবর আজমের মন্থর ব্যাটিং পাকিস্তানকে বেশ চাপে ফেলে।
১২তম ওভারের প্রথম বলে প্যাভিলিয়নে ফেরেন তিন নম্বরে ব্যাট করতে নামা ফখর জামান। এরপর একে ফেরেন মোহাম্মদ হাফিজ, বাবর আজম এবং শোয়েব মালিক।
শোয়েব মালিক প্যাভিলিয়নে ফেরার আগে আফগান বোলারদের উপর চড়াও হয়ে খেলা শুরু করেন। তবে মাত্র ১৫ বলে ১৯ রান করেই ফেরেন তিনি।
শোয়েব মালিকের বিদায়ের পর দলের হাল ধরেন আসিফ আলি এবং শাদাব খান। তাদের দুইজনের অপরাজিত ৭ বলে ২৪ রানের জুটিতে ছয় বল হাতে রেখেই জয়ের দেখা পায় পাকিস্তান। আসিফ আলি ৭ বলে করেন ২৫ রান।
আফগানিস্তানের হয়ে রশিদ খান ২৬ রানে দুই উইকেট শিকার করেন। এছাড়াও নবী এবং মুজিব একটি করে উইকেট শিকার করেন।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন জয় তুলে নিয়ে পূর্ণ ছয় পয়েন্ট পেয়েছে পাকিস্তান। এতে সুপার টুয়েলভে গ্রুপ-২ এ শীর্ষে অবস্থান করছে। এতেই পাকিস্তানের সেমি-ফাইনাল একরকম নিশ্চিত, তা বলাই যায়।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]