লিটনের আউট ম্যাচের টার্নিং পয়েন্ট : মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৯ এএম, ৩০ অক্টোবর ২০২১
লিটনের আউট ম্যাচের টার্নিং পয়েন্ট : মাহমুদউল্লাহ

তীরে এসে তরী ডুবিয়েছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ রানে হেরেছে টাইগাররা। এতে কার্যত বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছে বাংলাদেশ। ম্যাচে হারের জন্য কাউকে দায়ী করছেন না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে শেষ মুহূর্তে লিটনের আউটই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে বলে মনে করেন অধিনায়ক।

শুক্রবার (২৯ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার মোহাম্মদ নাঈম এবং সাকিব আল হাসান ভালো সূচনা এনে দিতে পারেননি। লিটন এবং সৌম্য জুটি দলকে জয়ের পথে এগিয়ে দিলেও তা যথেষ্ট ছিল না। সৌম্যর পর মুশফিকও লিটনকে দিতে পারেননি যোগ্যসঙ্গ। মুশফিকের বিদায়ের পর দলকে জয়ের বন্দরে নেওয়ার প্রায় কাছেই চলে এসেছিলেন অধিনায়ক রিয়াদ এবং লিটন।

তবে ১৯তম ওভারের শেষ বলে ডোয়াইন ব্রাভোর বলে বাউন্ডারি লাইনে জেসন হোল্ডারের ক্যাচে পরিণত হন লিটন। হোল্ডার না থেকে অন্য কেউ থাকলে হয়তো সেটা নিশ্চিত ছক্কায় পরিণত হত। তাই তো লিটনের আউটের জন্য কৃতিত্ব হোল্ডার কৃতিত্ব দাবি করতেই পারেন।

এ বিষয়ে অধিনায়ক রিয়াদ বলেন, ‘আমার মনে হয় লিটনের আউটটা টার্নিং পয়েন্ট ছিল কারণ আমরা দুইজনই উইকেটে সেট ছিলাম। যদি ওইটা সিক্স হতো!’

ম্যাচ হারলেও লিটনের আউটের জন্য হোল্ডারকে কৃতিত্ব দিতে ভোলেননি বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘এটাই সম্ভবত লম্বা ফিল্ডারের সুবিধা।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ হারের জন্য নির্দিষ্ট কাউকেই কাঠগড়ায় দাঁড়া করাতে চাননা অধিনায়ক মাহমুদউল্লাহ। তার মতে ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগই ভালো করেছে।

অধিনায়ক বলেন, ‘বোলাররা অনেকগুলো সুযোগ মিস করেছে। এ কারণে আমরা ১০-১৫ রান বেশি দিয়ে ফেলেছি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ ম্যাচেও ক্যাচ মিস করেছিল বাংলাদেশ। তাই তো ক্যাচের বিষয়ে আরও ভালো করতে চান অধিনায়ক রিয়াদ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তীরে গিয়ে তরী ডুবলো বাংলাদেশের, বিশ্বকাপ থেকে ‘বিদায়’

তীরে গিয়ে তরী ডুবলো বাংলাদেশের, বিশ্বকাপ থেকে ‘বিদায়’

জাতীয় সঙ্গীতে টাইগারদের চোখে অশ্রু

জাতীয় সঙ্গীতে টাইগারদের চোখে অশ্রু

সমালোচনা সহ্য করাও শিল্প : মাশরাফি

সমালোচনা সহ্য করাও শিল্প : মাশরাফি

পাকিস্তান সিরিজেও খেলতে পারবে না সাইফউদ্দিন

পাকিস্তান সিরিজেও খেলতে পারবে না সাইফউদ্দিন