টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হেরে দুই দলই ব্যাকফুটে রয়েছে। এ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছ বাংলাদেশ। দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
শুক্রবার (২৯ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে রয়েছে দুই পরিবর্তন। উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের পরিবর্তে একাদশে জায়গা পেয়ছেন সৌম্য সরকার এবং নাসুমের পরিবর্তে একাদশে এসেছেন তাসকিন আহমেদ।
শুক্রবার শারজাহয় নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। বিশ্বকাপের প্রাথমিক পর্বে দুই ম্যাচে জিতে সুপার টুয়েলভে এসেছে বাংলাদেশ। তবে সুপার টুয়েলভে এখনও কোনো জয়ের দেখা পায়নি টাইগাররা বাহিনী।
অপরদিকে টি-টোয়েন্টিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলছে। টি-টোয়েন্টি বিশ্ব আসরের সবচেয়ে সফল দল ওয়েস্ট ইন্ডিজ অন্যতম ফেবারিটের তকমা নিয়ে এলেও প্রথম দুই ম্যাচে শোচনীয় হারের কবলে পড়েছে। তাই তো তৈরি হয়েছে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা।
সেমি ফাইনালের রেসে টিকে থাকতে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। যে দলই এ ম্যাচে হারবে তাদের জন্য শেষ দুই ম্যাচ হবে শুধু মাত্রই আনুষ্ঠানিকতার। এ ম্যাচ হারের পর কাগজে কলমে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার উপায় থাকলেও বাস্তবিক অর্থে তা ক্ষ্ণীণ। তাই তো বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে দুই দলের সামনে জয়ের কোনো বিকল্প নেই।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
এভিন লুইস, রোস্টন নিকোলাস পুরান, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেন, রবি রামপাল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]