পাকিস্তান সিরিজেও খেলতে পারবে না সাইফউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৯ এএম, ৩০ অক্টোবর ২০২১
পাকিস্তান সিরিজেও খেলতে পারবে না সাইফউদ্দিন

পিঠের ইনজুরির কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই ছিটকে গিয়েছেন বাংলাদেশি পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। শুধু বিশ্বকাপ নয়, বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজেও খেলতে পারবেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি।

বিশ্বকাপ শেষেই চলতি বছরের ১৬ নভেম্বর বাংলাদেশে তিন ম্যাচে টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপ চলাকালীন ইনজুরিতে পড়ায় এ সিরিজ মিস করবেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, ‘এটা সাইফউদ্দিনের স্ট্রেস ইনজুরি। এক মাসের বিরতির পর তার রিহ্যাব শুরু হবে।’

একমাসের বিশ্রাম শেষে রিহ্যাব প্রোগ্রামের মাধ্যমে ক্রিকেটে ফিরবেন সাইফউদ্দিন। তাই তো স্বাভাবিকভাবেই পাকিস্তান সিরিজে খেলা হচ্ছে না তার।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এছাড়াও এ সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। 

বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকায় ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে দেশে ফেরার পর সংবাদমাধ্যমের সাথে কোনো কথা বলেননি তিনি।

বাংলাদেশ দল সূত্রে জানা গিয়েছে, বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর নিজের ব্যথার কথা জানান সাইফউদ্দিন। এরপরেই তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সাইফউদ্দিন বাদ, মূল স্কোয়াডে রুবেল

সাইফউদ্দিন বাদ, মূল স্কোয়াডে রুবেল

যদি টকশো করতাম, তাহলে এ ব্যর্থতা দেখতে হতো না : শিশির

যদি টকশো করতাম, তাহলে এ ব্যর্থতা দেখতে হতো না : শিশির

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমির লড়াই থাকতে চায় বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমির লড়াই থাকতে চায় বাংলাদেশ

সমালোচনা সহ্য করাও শিল্প : মাশরাফি

সমালোচনা সহ্য করাও শিল্প : মাশরাফি