নিলাম ছাড়াই ক্রিকেটারের নিতে পারবে আহমেদাবাদ-লক্ষ্মৌ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৭ এএম, ৩০ অক্টোবর ২০২১
নিলাম ছাড়াই ক্রিকেটারের নিতে পারবে আহমেদাবাদ-লক্ষ্মৌ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর শেষ হওয়ার আগেই জানানো হয়েছিল ১৫তম আসর থেকে ১০ দলের টুর্নামেন্ট হবে। ১৫তম আসরের আগে মেগা নিলাম আয়োজিত হবে বলে জানিয়েছিল দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সে অনুযায়ী ইতিমধ্যেই নতুন দুই ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করেছে বিসিসিআই। এছাড়াও মেগা নিলামের আগে কতজন ক্রিকেটারকে দলে রেখে দিতে পারবে সে বিষয়টিও জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

মেগা নিলামের আগে পুরাতন দলগুলো আইপিএলের সর্বশেষ আসরের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের থেকে চারজন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পাচ্ছে। অপরদিকে নতুন দল দুইটি নিলাম ছাড়াই যেকোনো তিন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে।

২০২২ সালে মাঠে গড়াবে আইপিলের ১৫তম আসর। সেখানে ৮ দলের পরিবর্তে ১০ দলকে দেখা যাবে। এ কারণেই অনুষ্ঠিত হবে মেগা নিলাম। এ নিলামের আগে ক্রিকেটারদের নিজেদের দলে রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছে ভারতীয় বোর্ড। যেখানে পুরাতন যেকোনো দল ভারতের সর্বোচ্চ চারজন এবং সর্বোচ্চ দুই বিদেশি ক্রিকেটারকে নিলামের মাধ্যমে ধরে রাখতে পারবে। তবে দেশি-বিদেশি মিলে মোট চার ক্রিকেটারকে ধরে রাখতে পারবে।

অপরদিকে নতুন দলগুলো দুই ভারতীয় ক্রিকেটারের পাশাপাশি এক বিদেশি সহ মোট তিন ক্রিকেটারকে নিলাম ছাড়াই দলে ভেড়াতে পারবে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামের বাইরে কিভাবে ক্রিকেটারদের দলে ভেড়াবে সে বিষয়ে কিছুই জানায়নি বিসিসিআই।

সোমবার (২৫ অক্টোবর) দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া আইপিএলের দলের নিলাম থেকে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনে নিয়েছে বিশ্বের অন্যতম সেরা ইক্যুইটি ফার্ম সিভিসি ক্যাপিটালস। অপরদিকে লাক্ষ্মৌ ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ।

ফ্র্যাঞ্চাইজিগুলোর অতিরিক্ত অর্থ খরচ রোধে নিয়ম করে দিয়েছে বিসিসিআই। নিয়মানুযায়ী নিলাম থেকে ক্রিকেটার কিনতে সর্বোচ্চ ৯০ কোটি রুপি খরচ করতে পারবে দলগুলো। এছাড়া যেকোনো ক্রিকেটারের সাথে দলগুলো সর্বোচ্চ দুই বছরের জন্য চুক্তি করতে পারবে।

যেকোনো দল নিলামের আগে ক্রিকেটারদের ধরে রাখতে চাইলে ৪০-৪৫ শতাংশ অর্থ খরচ করতে পারবে। ক্রিকেটার ধরে না রাখলে ৩৬-৪০ শতাংশ অর্থ খরচ করতে পারবে বলে জানিয়েছে বিসিসিআই।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

স্বার্থের সংঘাত এড়াতে মোহনবাগানের দায়িত্ব ছাড়ছেন সৌরভ

স্বার্থের সংঘাত এড়াতে মোহনবাগানের দায়িত্ব ছাড়ছেন সৌরভ

আইপিএলে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদ ও লাক্ষ্মৌ

আইপিএলে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদ ও লাক্ষ্মৌ

১৫তম আসরেও ধোনিকে চায় চেন্নাই

১৫তম আসরেও ধোনিকে চায় চেন্নাই

পাঞ্জাবের ডেরায় থাকছেন না রাহুল

পাঞ্জাবের ডেরায় থাকছেন না রাহুল