টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তবর্তীকালীন কোচ সাকলাইন মোশতাকের অধীনে উড়ন্ত সূচনা করেছে পাকিস্তান দল। এরপরও পূর্ণকালীন বিদেশি কোচের খোঁজে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক ভারতীয় কোচ গ্যারি কার্স্টেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্ভাব্য কোচের সংক্ষপ্তি তালিকায় আছেন সাইমন ক্যাটিচ, পিটার মুরে এবং গ্যারি কার্স্টেন। তবে এর মধ্যে গ্যারি কার্স্টেনই কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন।
সাইমন ক্যাটিচ এবং পিটার মুরে আন্তর্জাতিক ক্রিকেটে কোচ হিসেবে সফল না হলেও গ্যারি কার্স্টেন বেশ এগিয়ে আছেন। ২০১১ সালে তার অধীনেই দীর্ঘ ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত।
২০১১ সালে বিশ্বকাপ জিতে ভারতের দায়িত্ব ছেড়েছিলেন সাবেক এ প্রোটিয়া ক্রিকেটার। এর পরের দুই বছর দক্ষিণ আফ্রিকার হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করানো অভিজ্ঞতা রয়েছে তার।
পিসিবির চাওয়ার পূর্ণকালীন কোচ, প্রধান কোচের দায়িত্বে থাকা কেউ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোচ হিসেবে কাজ করতে পারবেন না। তবে বেশিরভাগ কোচ চান জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করার অনুমতি। এ কারণেই নতুন কোচ খুঁজে পেতে পিসিবিকে বেশ বেগ পেতে হচ্ছে।
পিসিবি শর্ট লিস্টে থাকা বাকি দুই কোচ পিটার মুরে এবং সাইমন ক্যাটিচ পাকিস্তান জাতীয় দলের পাশাপাশি পাকিস্তান সুপার লিগেও দায়িত্ব পালন করতে আগ্রহী।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাইমন ক্যাটিচ। অপরদিকে পিটার মুরে দুই মেয়াদে ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি ইংলিশ কাউন্টি ক্লাব ন্যাটিংহামশায়ারের কোচ হিসেবে তিন বছরের চুক্তি করেছেন তিনি।
বিশ্বকাপের আগ মূহূর্তে পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মিসবাহ উল হক। পাশাপাশি পেস বোলিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেন ওয়াকার ইউনিস।
তাদের দায়িত্ব ছাড়ার পর পিসিবি অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিনার সাকলাইন মোশতাক এবং বোলিং কোচের দায়িত্ব আছেন আব্দুল রাজ্জাক। তাদের অধীনে সফলতা পাওয়ার পরও বিদেশি প্রধান কোচের উপর আস্থা রাখতে চান পিসিবি বস রমিজ রাজা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]