স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটের পথেই হাঁটলেন ডেভিড ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দেয়া শাস্তির বিরূদ্ধে আপিল করবেন না ওয়ার্নারও।
বল টেম্পারিং-এর দায়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কর্তৃক এক বছরের জন্য স্মিথ-ওয়ার্নার ও ৯ মাসের জন্য নিষিদ্ধ হন ব্যানক্রফট। নিজ বোর্ডের থেকে পাওয়া এমন শাস্তি মেনে নিয়ে আপিল করবেন না বলে জানান স্মিথ-ব্যানক্রফট। তাদের মত বোর্ডের দেয়া শাস্তি মেনে নিয়ে কোন প্রকার আপিল করবেন না ওয়ার্নারও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ কথা জানান ওয়ার্নার।
নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে ওয়ার্নার টুইট করেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়াকে আমি জানাতে চাই, আমার ওপর আরোপিত শাস্তি আমি মেনে নিচ্ছি। এ অপরাধের জন্য ক্ষমা চাচ্ছি এবং একজন ভালো মানুষ, সতীর্থ ও রোল মডেল হতে যা করার দরকার আমি সবকিছুই করব।’
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত আপিল করার সুযোগ ছিল স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটদের। কিন্তু গতকাল স্মিথ-ব্যানক্রফট নিজেদের ইচ্ছার কথা জানানোর ২৪ ঘণ্টার মধ্যে নিজের সিদ্ধান্ত জানান ওয়ার্নার। নির্ধারিত সময় শেষ হবার এক ঘণ্টা আগে টুইটারে নিজের সিদ্বান্ত জানান অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক।
শাস্তি মেনে নেয়ায় ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত জাতীয় দল এবং ঘরোয়া কোন আসরে খেলতে পারবেন না স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের তৃতীয় দিন বল টেম্পারিং করেন ব্যানক্রফট। পরবর্তীতে সংবাদ সম্মেলনে নিজেদের কু-র্কীতির কথা স্বীকার করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ। এরপর আরও তদন্ত করে বল টেম্পারিং-এর মূল ঘটনা উদঘাটন করে সিএ। স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় সিএ।