বাংলাদেশ ম্যাচের আগে ক্যারিবিয়ান স্কোয়াডে হোল্ডার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২০ এএম, ২৯ অক্টোবর ২০২১
বাংলাদেশ ম্যাচের আগে ক্যারিবিয়ান স্কোয়াডে হোল্ডার

আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হলো ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ম্যাচের আগে ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে গিয়েছে বাঁহাতি পেসার ওবেড ম্যাককয়। তার জায়গায় স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার।

বুধবার (২৭ অক্টোবর) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে ম্যাককয়ের ডান পায়ে চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। একই বিবৃতিতে জেসন হোল্ডারের দলে যোগ দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে।

শনিবার (২৩ অক্টোবর) সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ওবেড ম্যাককয়। ৬ উইকেটে হারা ওই ম্যাচে দুই ওভার বোলিং করে ১২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। 

২৪ বছর বয়সী ওবেড ম্যাককয় কখন এবং কিভাবে ইনজুরিতে পড়েছেন সে বিষয়টি খোলাসা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তবে মঙ্গলবার (২৬ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন না তিনি।

বিশ্বকাপে বদলি হিসেবে কাউকে দলে নিতে চাইলে আইসিসি টেকনিক্যাল কমিটির অনুমতির প্রয়োজন হয়। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, জেসন হোল্ডারকে দলে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

বিশ্বকাপে অতিরিক্ত সফরসঙ্গী হিসেবে দলের সাথে ছিলেন জেসন হোল্ডার। তাই তো মূল দলে যোগ দিতে তাকে কোনো ধরনের কোয়ারেন্টাইন পালন করতে হবে না।

এর আগে আরও একবার স্কোয়াডে পরিবর্তন এনেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনজুরি আক্রান্ত ফ্যাবিয়ান অ্যালেনের পরিবর্তে স্কোয়াডে ঢুকেছিলেন আকিল হোসেন।

২৯ বছর বয়সী জেসন হোল্ডার এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৭ টি-টোয়েন্টি খেলেছিলেন। চলতি বছরের আগস্টে টি-টোয়েন্টি সংস্করণে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে কোনোটিতেই জয়ের দেখা পায়নি বিশ্ব চ্যাম্পিয়নরা। শুক্রবার (২৯ অক্টোবর) প্রথম জয়ের খোঁজে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচে টাইগারও কোনো জয় পায়নি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে অ্যালেনের স্বপ্নভঙ্গ, ক্যারিবিয়ান স্কোয়াডে আকিল

বিশ্বকাপে অ্যালেনের স্বপ্নভঙ্গ, ক্যারিবিয়ান স্কোয়াডে আকিল

জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড

জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড

পাকিস্তান সফরে ইতিবাচক উইন্ডিজ, তবে মানতে হবে শর্ত

পাকিস্তান সফরে ইতিবাচক উইন্ডিজ, তবে মানতে হবে শর্ত

দুর্নীতির অভিযোগে আইসিসির কাঠগড়ায় স্যামুয়েলস

দুর্নীতির অভিযোগে আইসিসির কাঠগড়ায় স্যামুয়েলস