ক্রিকেট বিশ্লেষণে ধর্মকে টেনে এনে তুমুল সমালোচিত হয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকা ইউনিস। নিজের এ বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। ওয়াকার জানান, চরম উত্তেজনায় ভুল করে বলে ফেলেছিলেন তিনি।
রোববার (২৪ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিন্দন্দ্বী ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয় পায় পাকিস্তান। রিজওয়ান এবং বারব আজমের রেকর্ড জুটিতে কোনো উইকেট না হারিয়ে ম্যাচ জিতিয়ে প্যাচিলিয়নে ফেরেন দুই ওপেনার।
ভারতের বিপক্ষে ওই ম্যাচেই মোহাম্মদ রিজওয়ানকে মাঠেই নামাজ আদায় করতে দেখা যায়। সে সময় ভারতীয় ক্রিকেটাররা তার আশেপাশে ছিলেন।
ম্যাচ শেষে পাকিস্তানের এক চ্যানেলে ম্যাচ বিশ্লেষণে শোয়েব আকতারের সাথে ছিলেন ওয়াকার ইউনিস। সে সময় রিজওয়ানের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে ওয়াকার রিজওয়ানের নামাজ পড়ার বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘সবচেয়ে ভালো ব্যাপার যা রিজওয়ান করেছে। সে হিন্দুদের সামনে মাঠে নামাজ পড়েছে। সেটা সত্যি খুব স্পেশাল ব্যাপার ছিল।’
তার এ মন্তব্যের পর পুরো ক্রিকেট বিশ্বজুড়ে তৈরি হয় সমালোচনা। ওয়াকারের এ মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন ক্রিকেট জগতের অনেক তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হার্শা ভোগলে বলেন, ‘খেলাটির তারকা হিসেবে আরেকটু দায়িত্বশীল আচরণ হওয়া উচিত বলে ধারণা করি। আমি নিশ্চিত ওয়াকার ক্ষমা চাবে। ধর্মের ভিত্তিতে আলাদা নয়, আমাদের ক্রিকেটবিশ্বকে এক করতে হবে।’
অবশেষে বুধবার (২৭ অক্টোবর) টুইটারে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান ওয়াকার ইউনিস। তিনি জানান, চরম উত্তেজনায় এটা বলেছিলেন। এর কারণে তিনি ক্ষমাপ্রার্থী।
ওয়াকার বলেন, ‘মুহূর্তের উত্তেজনায় এমন কিছু একটা বলেছিলাম যা অনেকের অনুভূতিতে আঘাত করেছে। এটা আমার উদ্দেশ্য ছিল না। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। এটা কোনোভাবেই ইচ্ছাকৃত ছিল না, এটা ভুল ছিল। খেলাধুলা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ করে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]