টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণে প্রথমবারের মতো ইংলিশদের মুখোমুখি হলো বাংলাদেশ। এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ একাদশে রয়েছে এক পরিবর্তন। ইনজুরি আক্রান্ত মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন পেসার শরিফুল ইসলাম।
বুধবার (২৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হেরে বেশ ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ।
অপরদিকে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে লেগ স্পিনার আদিল রশিদের বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে গুটিয়ে দিয়েছিল ইংলিশরা। তবে সে ম্যাচ জয় পেতে ৪ উইকেট হারিয়ে বসে তারা।
পিঠের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন রুবেল হোসেন। তবে একাদশে সাইফউদ্দিনের জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে খেলতে নামছেন তিনি।
টি-টোয়েন্টি সংস্করণে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুইদল। চলতি বছরের সেপ্টেম্বর ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে খেলতে ইংলিশদের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। তবে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড সিরিজ বাতিল করায় খেলা মাঠে গড়ায়নি।
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ,নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, জশ বাটলার, জনি বেয়ারস্টো, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মরগ্যান, ডেভিড মালান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]