চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপের শুরুতেই হোঁচট খেয়েছে ভারত। শক্তিমত্তার বিচারে এগিয়ে থেকেও নিজেদের সামর্থ্য পুরোপুরি কাজে না লাগানোয় ম্যাচ নিজেদের করে নিতে পারেনি বলে জানান সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি। সামর্থ্যের সবটুকু দিলে ভারতের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব বলে মনে করেন এ অজি পেসার। এছাড়াও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ব্যাটার নয়, অলরাউন্ডার হিসেবে খেলানো উচিত বলে করেন তিনি।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি জানান, ভারত শক্তিশালী দল। হার্দিক পান্ডিয়াকে শুধু ব্যাটার নয়, অলরাউন্ডার হিসেবেও খেলানোর পরামর্শ দেন তিনি।
ব্রেট লি বলেন, ‘ভারত শক্তিশালী দল। হার্দিক পান্ডিয়া ফিট থাকলে তাকে দিয়ে বোলিং করানো উচিত। সে ফিট না থাকলে তার বিকল্প আছে। তবে আমার মতে হার্দিককে একজন অলরাউন্ডার হিসেবে দলে নেওয়া উচিত।’
ব্রেট লি হার্দিক পান্ডিয়ার বোলিংয়ের প্রশংসা করে জানান, তার মতো একজন বোলারের উপস্থিতি দলকে বাড়তি সুবিধা দেয়। তাই তাকে অলরাউন্ডার হিসেবে খেলানো উচিত।
লি বলেন, ‘তাকে (হার্দিক পান্ডিয়া) বল করাতে হবে। তার দারুণ কিছু স্কিল আছে। ডেথ ওভারে ভালো বোলিং করতে পারে। ইয়র্কার,বাউন্সারও ভালো দেয়। এছাড়াও বলের গতি পরিবর্তনেও বেশ সক্ষম। তার বোলিং দলকে বাড়তি সুবিধা দেয়।’
উইকেটে গতির ঝড় তুলে ব্যাটারদের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে ছিলেন ব্রেট লি। তাই তো ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের বলের গতি কমার বিষয়টি চোখে পড়েছে তার।
তিনি বলেন, ‘সে (ভুবনেশ্বর কুমার) দুই দিকেই বল সুইং করাতে পারে। তবে এমন উইকেটে সফল হতে গেলে তাকে ১৪০ এর কাছাকাছি গতিতে বল করতে হবে। পাশাপাশি বৈচিত্র্যও আনতে হবে।’
পাকিস্তানের বিপক্ষে ভুবনেশ্বের বোলিং নিয়ে জানান, ভুবনেশ্বর ভিন্ন কিছু চেষ্টা করেছিল। তবে সে সফল হতে পারেনি।
ভারতীয় দল ছাড়াও শারজাহর উইকেট নিয়েও কথা বলেন ব্রেট লি। তিনি বলেন, ‘শারজাহর উইকেটে বাউন্স নেই। তবে সেখানে পিছুটা পিছনে বল করা ভালো। যেন বল ব্যাটারের ব্যাট মিস করলেও সরাসরি স্ট্যাম্পে আঘাত করে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]