চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যায় নিউজিল্যান্ড। তবে ম্যাচ শুরুর এক ঘন্টা আগে সিরিজ শেষ না করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিরপাত্তার অজুহাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে আলোচনা না করেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তে বেশ ঝামেলায় পড়ে পাকিস্তান। এ সিদ্ধান্তের জেরেই পাকিস্তান সফর না করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। এছাড়াও পাকিস্তান ক্রিকেট খেলার যোগ্য কিনা তা নিয়েও উঠে প্রশ্ন।
এছাড়াও নিরাপত্তারক্ষীদের কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন উঠে। এরপরই নিউজিল্যান্ডকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা।
পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সাবেক অনেক ক্রিকেটার কিউইদের সমালোচনা শুরু করে। এ তালিকায় যুক্ত হন স্বয়ং পিসিবি সভাপতি রমিজ রাজা। তিনি প্রকাশ্যেই জানিয়ে দেন, মাঠে এর প্রতিশোধ নেওয়া হবে।
রমিজ রাজার বলা সে কথা রেখেছে পাকিস্তানের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান। ম্যাচ জয়ের পর পাকিস্তানের নিরাপত্তাকর্মীদের উদ্দেশ্যে জয়টি উৎসর্গ করেছেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
হাফিজ জানান, পাকিস্তানকে নিরাপদ প্রমাণ করতে যারা নিরলসভাবে কাজ করছেন, তাদেরকে এ জয়টি উৎসর্গ করা হলো। বলেন, ‘ এ জয়টি পাকিস্তানের সমস্ত নিরাপত্তাকর্মীদের উৎসর্গ করছি। ছেলেরা ভালো খেলেছে। শিরোপার জন্য পরিশ্রম করছে। পাকিস্তান জিন্দাবাদ।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]