বর্ণবাদ বিরোধী আন্দোলনে সহমর্মিতা জ্ঞাপনে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে সমর্থন জানানোতে অস্বীকৃতি জানানোয় একাদশ থেকে বাদ পড়েছিলেন কুইন্টন ডি কক। টি-টোয়েন্টি বিশ্ব আসরের মতো মঞ্চে এমন সিদ্ধান্ত নেওয়ায় অবাক হয়েছেন তার প্রোটিয়া সতীর্থরা।
২০২০ সাল থেকে প্রায় সব দলই ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে সমর্থন করছে। তাই তো মাঠে নামার আগে সব ক্রিকেটাররা মাঠে নামার আগে হাঁটু গেড়ে এ আন্দোলনকে সমর্থন জানায়।
মঙ্গলবার (২৬ অক্টোবর) ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে সব প্রোটিয়া ক্রিকেটারদের আন্দোলনে সামিল হতে নির্দেশ দেয়। সব প্রোটিয়া ক্রিকেটার এতে সমর্থন জানালেও স্বীকৃতি জানালেও অস্বীকৃতি জানান উইকেটরক্ষক ব্যাটার ডি কক। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের একাদশে তাকে রাখেনি দক্ষিণ আফ্রিকা দল।
কুইন্টন ডি ককের এমন সিদ্ধান্তে বেশ অবাক হয়েছেন দলের বাকি সদস্যরা। দলের সিনিয়র ক্রিকেটারের কাছে থেকে এমন সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারেননি অধিনায়ক টেম্বা বাভুমা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘এমন খবরে দলের সবাই অবাক হয়েছে। ডি কক আমাদের দলে একজন গুরুত্বপূর্ণ সদস্য। শুধু ব্যাট নয়, অভিজ্ঞতার দিক থেকেও সে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। অধিনায়ক হিসেবে আমি এমনটা আশা করিনি।’
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সব দল ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে সমর্থন করছে। সিএসএ তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘বিশ্বকাপে সব দল ব্ল্যাক লাইভস ম্যাটার সমর্থন জানিয়েছে। তাই দক্ষিণ আফ্রিকা বোর্ড মনে করে প্রোটিয়া ক্রিকেটারদের এতে সমর্থন জানানো উচিত।’
ডি ককের এমন সিদ্ধান্ত নতুন কোনো ঘটন না। ২০২০ সালে তিন দলকে অনুষ্ঠিত হওয়া ‘সলিডারিটি কাপ’-এ সবাই হাঁটু গেড়ে প্রতিবাদ জানালেও সেখানে কোনো প্রতিবাদ জানাননি ডি কক। এছাড়াও একই বছর ডিসেম্বর বক্সিং ডে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষেও নীরব ভূমিকা পালন করেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]