টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি অংশে খেলা হচ্ছে না তার। তার পরিবর্তে বাংলাদেশ স্কোয়াডে সুযোগ পেয়েছেন রুবেল হোসেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে মোহাম্মদ সাইফউদ্দিনের চোটের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ দলের সাথে সফরসঙ্গী হিসেবে আছেন রুবেল হোসেন। তাই তো সাইফউদ্দিনের বদলি হিসেবে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় সূত্রে জানান গিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দিনই চোটে পড়েন সাইফউদ্দিন। এরপরই তার এমআরআই স্ক্যান করানো হয়। সেখানেই তার কোমড়ের হাড়ে ফাটল দেখা দেয়। তাই তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
বিশ্বকাপে দলে বদলি ক্রিকেটার যুক্ত করতে হলে টেকনিক্যাল কমিটির অনুমতির প্রয়োজন হয়। সাইফউদ্দিনের ছিটকে পড়ার দিনই রুবেলকে দলে অন্তর্ভূক্ত করার অনুমতি দিয়েছে আইসিসি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচেই খেলেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এ সময় বল হাতে ৫ উইকেট শিকার করেছেন তিনি।
তার বদলি হিসেবে সুযোগ পাওয়া রুবেল হোসেন সর্বশেষ চলতি বছরের নিউজিল্যান্ড সিরিজে টি-টোয়েন্টি খেলেছেন। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ২৮ টি-টোয়েন্টি খেলে ২০ উইকেট শিকার করেছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]