কোহলির প্রসংশায় সৌরভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪১ পিএম, ১৭ নভেম্বর ২০১৭
কোহলির প্রসংশায় সৌরভ

সমালোচনায় বিধ্বস্ত মহেন্দ্র সিংহ ধোনির পাশে বিরাট কোহলিকে পেয়ে মুগ্ধ হয়েছেন সৌরভ গাঙ্গলী। বলেছেন, ‘কোহলি দুর্দান্ত অধিনায়ক। জানি না ড্রেসিংরুমে ও কিভাবে দল সামলায়, ট্যাকটিক্যালি ও কী করে বা টিম মিটিংয়ে কী বলে। কারণ ভারতীয় দল থেকে আমি এখন অনেক দূরে। তবে দলের ক্রিকেটারদের পাশে ও যেভাবে দাঁড়ায়, সেটা অসাধারণ।’

তিনি আরও বলেন, ‘এমএস ধোনির প্রশংসা আমি সব সময়ই করি। তবে বিরাট আমাকে মুগ্ধ করেছে এ ব্যাপারে। ধোনি চ্যাম্পিয়ন ক্রিকেটার। হয়তো ও কেরিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়ে রয়েছে। এ রকম এক জন ক্রিকেটারের সমর্থনে ক্যাপ্টেনের এগিয়ে আসা, ক্যাপ্টেনের বলা যে, আমি চাই ধোনি খেলুক, এটা একজন ক্রিকেটারকে বদলে দেয়।’

ধোনির টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যর্থতা নিয়ে সম্প্রতি সমালোচনায় মুখর হয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ, অজিত আগরকরের মতো কয়েকজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। বিরাট যদিও বলে দিয়েছেন, যত দিন যাচ্ছে তার সঙ্গে ধোনির বন্ধুত্ব আরও মজবুত হচ্ছে। ধোনির পাশে থাকাটা আশীর্বাদের মতো।

কোহলির প্রশংসায় সৌরভ আরও বলেন, ‘বিরাট দুরন্ত ক্রিকেটার। মাঠে যখন আমি ওকে নামতে দেখি, সোফার বসে দৃশ্যগুলো উপভোগ করি। নেতৃত্ব দেওয়ার সময় ও সব রকম পরিস্থিতিতে জেতার চেষ্টা করে। প্রত্যেকেরই নিজস্ব ধরন রয়েছে। এক জনকে তার মতো করে ফুটে উঠতে দিতে হয়।’

ইডেনে প্রথম দিন ভারতের ১৭ রানে তিন উইকেট পড়ে গেলেও সৌরভ আশাবাদী। বলেন, ‘একটা কথা আমি পরিষ্কার বলে দিতে চাই। ভারত কিন্তু এই টেস্ট জিতবে। আমি ঠিক করে দিই না পিচ সবুজ হবে কি না। আর গত দু’দিন ধরে বৃষ্টি হয়েছে। তাতেও আমার কোনও হাত ছিল না।’


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমারদের রুখে দিল ইংল্যান্ডের তরুণরা

নেইমারদের রুখে দিল ইংল্যান্ডের তরুণরা

কোচ নিয়ে ভাবার প্রয়োজন নেই : মাশরাফি

কোচ নিয়ে ভাবার প্রয়োজন নেই : মাশরাফি

আঙুল তোলার আগে চলে যেতে চাই : আজমল

আঙুল তোলার আগে চলে যেতে চাই : আজমল

লজ্জার রেকর্ড, ফুটবলকে বিদায় বললেন বুফন

লজ্জার রেকর্ড, ফুটবলকে বিদায় বললেন বুফন