‘বাইরের’ মাশরাফির মন্তব্যে গিবসনের কিছু যায় আসে না

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৮ এএম, ২৭ অক্টোবর ২০২১
‘বাইরের’ মাশরাফির মন্তব্যে গিবসনের কিছু যায় আসে না

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহ গড়েও হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে দলের এমন হারে মেনে নিতে পারছেন না টাইগার ভক্তরা। চারদিক থেকে আসছে নানা সমালোচনা।

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের হারের কারণ হিসেবে লিটন কুমার দাসের দুটি ক্যাচ মিস এবং বোলিং নিয়ে অধিনায়কের ভুল সিদ্ধান্তকে ধরা হচ্ছে। তবে শুধুমাত্র লিটন-মাহমুদউল্লাহ-কে নিয়ে সমালোচনা করতে রাজি নন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ হারার কারণ কারণ হিসেবে টাইগার কোচদের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দীর্ঘ এক স্ট্যাটাসে কোচদের ভূমিকা নিয়ে সমালোচনা করেন মাশরাফি। ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহকে কোচ কোন পরার্মশ দিয়ে সাহায্য করেছেন কি-না সে বিষয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।

মাশরাফি বলেন, ‘২০১৯ বিশ্বকাপের পর ম্যানেজমেন্টের প্রায় সবাই চাকরি হারিয়েছে স্রেফ বর্তমান ফিল্ডিং কোচ ছাড়া। তাহলে আমরা বিশ্বকাপে বা তারপর কী সেরা ফিল্ডিং সাইড হয়ে গিয়েছি। এখন টিম ম্যানেজমেন্ট দেখলে মনে হয় একটা রিহ্যাব সেন্টার যেখানে সাউথ আফ্রিকার সব চাকরি না পাওয়া কোচগুলো একসাথে আমাদের রিহ্যাব সেন্টারে চাকরি করছে। এদের বাদ দেওয়া আরও বিপদ কারণ চুক্তির পুরো টাকাটা নিয়ে চলে যাবে।’

আরও পড়ুন> কোচ কথা না বললে দলে তার প্রয়োজন কী : মাশরাফি

তবে টাইগারদের কোচিং স্টাফদের নিয়ে দলের বাইরে থাকা মাশরাফির মন্তব্যে বোলিং কোচ ওটিস গিবসনে কিছু যায় আসে না বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার কোন মতামত নেই। আর এটা আমার আগ্রহে বা উদ্বেগের বিষয়ও না। দলের বাইরে যে কেউ যা কিছু সোশ্যাল মিডিয়ায় বলতে পারেন।’

সুপার টুয়েলভে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। বুধবারের (২৭ অক্টোবর) ওই ম্যাচের আগে আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ওটিস গিবসন। সেখানে মাশরাফির মন্তব্যের বিষয়ে জানাতে চাওয়া হয়।

টাইগারদের বোলিং কোচ আরও বলেন, ‘দলের বাইরে যে কেউ সোশ্যাল মিডিয়ায় বললে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু দলের ভেতরে কে কী বললো সেটা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা জানি কোচিং গ্রুপ হিসেবে এখানে আমরা কী করছি। তাই দলের বাইরের কে কী বলছে তাতে কিছু যায় আসে না।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বারবার ভুল সিদ্ধান্ত ক্যাপ্টেন মাহমুদউল্লাহর 

বারবার ভুল সিদ্ধান্ত ক্যাপ্টেন মাহমুদউল্লাহর 

ডোমিঙ্গোর ভাবনায় নেই মাশরাফি, অবসর চান গিবসন

ডোমিঙ্গোর ভাবনায় নেই মাশরাফি, অবসর চান গিবসন

লিটন কেন বিশ্বকাপ দলে, বুঝতে পারছেন না ওয়াসিম আকরাম

লিটন কেন বিশ্বকাপ দলে, বুঝতে পারছেন না ওয়াসিম আকরাম

সমালোচকদের নিজের চেহারা আয়নায় দেখতে বললেন মুশফিক

সমালোচকদের নিজের চেহারা আয়নায় দেখতে বললেন মুশফিক