বিশাল এক জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করলো আফগানিস্তান। অথচ তাদেরই কিনা এবারের আসরে অংশ নেওয়া নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। সব শঙ্কাকে দূরে ঠেলে দিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে তারা।
সোমবার (২৫ অক্টোবর) দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তানে এবং স্কটল্যান্ড। এদিন টস জিতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। ম্যাচের শুরু থেকেই স্কটল্যান্ডের উপর শুরু করে ব্যাটিং তান্ডব।
শারজাহয় প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯০ রান তোলে আফগানরা। দলের হয়ে ৩৪ বলে ৫৯ রান করেন নাজিবুল্লাহ জাদরান।
এছাড়াও হজরতউল্লাহ জাজাই এবং রহমানউল্লাহ গুরবাজ করেন যথাক্রমে ৩০ বলে ৪৪ এবং ৩৭ বলে ৪৬ রান। স্কটিশদের হয়ে সাফওয়ারন শরীফ দুই উইকেট শিকার করেন।
১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলকে ঝড়ো সূচনা এনে দেন জর্জ মুনসে। তবে স্কটিশদের এ ঝড় তৃতীয় ওভারেই থেমে যায়। তৃতীয় ওভারে স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজারকে থামান স্পিনার মুজিবুর রহমান। এরপর একে একে শিকার করে আরও চার উইকেট। মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট পকেটে ভরেন তিনি।
এছাড়াও লেগ স্পিনার রশিদ খান শিকার করেন ৪ উইকেট। মাত্র ২.২ ওভার বোলিং করে ৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি।
দুইজনের বোলিং তোপে মাত্র ১০.২ ওভারে ৬০ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস। এতেই ১৩০ রানের বিশাল জয় পায় আফগানরা। আফগানিস্তানের ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। এছাড়াও বিশ্বকাপ টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।
এছাড়াও এ ম্যাচে স্কটিশদের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ব্যাটার কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। টি-টোয়েন্টিতে এ ঘটনা প্রথমবারের মতো ঘটে। এছাড়াও বিশ্বকাপের অভিষেক ম্যাচে সেরা বোলিং ফিগারের মালিক হয়েছেন মুজিব উর রহমান।
সংক্ষিপ্ত স্কোর
টস : আফগানিস্তান
আফগানিস্তান : ১৯০/৪ (২০ ওভার)
নাজিবউল্লাহ ৫৯, রহমানউল্লাহ ৪৬, জাজাই ৪৪
শরীফ ৩৩/২, ওয়াট ২৩/১
স্কটল্যান্ড : ৬০/১০ (১০.২ ওভার)
মানসে ২৫, গ্রিভস ১২
মুজিব ২০/৫, রশিদ ৯/৪, নাভিন ১২/১
ফল : আফগানিস্তান ১৩০ রানে জয়ী।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]