অতীত ভুলে ভারতকে হারিয়েছে পাকিস্তান : বাবর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৮ এএম, ২৬ অক্টোবর ২০২১
অতীত ভুলে ভারতকে হারিয়েছে পাকিস্তান : বাবর

ফাইল ফটো

বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত জয় তুলে নিয়েছে পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতেছে পাকিস্তান। ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ১৩তম বার মাঠে নেমেছিল ভারত-পাকিস্তান। আগের ১২ বার ভারত জয়ের হাসি হাসলেও এবার ফল পাকিস্তানের পক্ষে। এ জয়ের জন্য অতীত রেকর্ডকে মনে না রেখে প্রস্তুতি নিয়েছিল বলে জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

বিশ্বকাপ মঞ্চে বরাবরই ভারতের বিপক্ষে হারের গ্লানি পেয়েছিল পাকিস্তান। তবে এবার জয়ের আগে আগের সব রেকর্ড মাথা থেকে ঝেড়ে ফেলে মাঠে নেমেছিলেন বলে জানান অধিনায়ক বাবর আজম।

বলেন, ‘এ ম্যাচের জন্য আমরা খুব ভালোভাবে অনুশীলন করেছি। অতীতের রেকর্ড নিয়ে আমরা কোনো চিন্তা করিনি। অনুশীলন, প্রস্তুতি ম্যাচ এবং ঘরোয়া লিগের পারফর্মেন্সের কারণে আমরা আত্মবিশ্বাস পেয়েছি।’

রোববার (২৪ অক্টোবর) টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আগে বোলিং করতে এসে শুরু থেকেই ভারতের উপর চাপ তৈরি করে পাকিস্তান। বিশেষ করে শাহীন শাহ আফ্রিদি ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল এবং রোহিত শর্মাকে ফিরিয়ে ভারতকে চাপে ফেলে দেন।

সেই চাপ থেকে বের হতে পারেনি ভারতীয় ব্যাটাররা। অধিনায়ক বিরাট কোহলি এক প্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তে ব্যাটাররা যাওয়া-আসার মিছিলে যোগ দেন। শেষ পর্যন্ত ১৫১ রানে থামে ভারতের ইনিংস।

ভারতকে কম রানে আটকে দেওয়ার কৃতিত্ব বোলারদেরকেই দেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বলেন, ‘দলীয় প্রচেষ্টায় জয় পেয়েছি। বোলারদের কৃতিত্ব দিতেই হবে। শুরুতে ভারতের উইকেট পড়ে যাওয়ায় আমাদের জন্য ম্যাচটা সহজ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে আমাদের স্পিনাররাও তাদের নিজের সেরাটা দিতে পেরেছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি।’

পাকিস্তানের বিপক্ষে বল হাতে কোনো সাফল্য এনে দিতে পারেনি ভারতের বোলাররা। তাই তো ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় পাকিস্তান। ওপেনার হিসেবে বড় জুটি গড়তে চেয়েছিলে বলে জানান পাক অধিনায়ক বাবর।

বলেন, ‘ওপেনার হিসেবে আমরা দীর্ঘসময় ব্যাট করে জুটি গড়তে চেয়েছিলাম। সময় যত আগাচ্ছিলো, ব্যাট করা ততই সহজ হয়ে উঠেছিল। আমরা ম্যাচের শেষ পর্যন্ত ব্যাট করতে চেয়েছিলাম। আমরা তাই করতে পেরেছি।’

ভারতকে হারিয়ে আতবিশ্বাসের পারদ অনেক উপরে ওঠাতে চাননা পাকিস্তান অধিনায়ক। তিনি জানান, ভারতকে অনায়াসে হারানোর মানে এই না যে বাকি ম্যাচগুলোতে অনেক সহজে জয় পাওয়া যাবে। তবে ভারত আত্মবিশ্বাস পরবর্তী ম্যাচে কাজে লাগবে বলে মনে করেন তিনি।

বলেন, ‘ভারতকে হারিয়েছে বলে টুর্নামেন্টের বাকি অংশ আমাদের জন্য সহজ হয়ে যায়নি। তবে এ ম্যাচের আত্মবিশ্বাস দলকে অনেক সাহায্য করবে। আমরা এক ম্যাচ এক ম্যাচ করে আগাতে চায়। টুর্নামেন্টে এখনও অনেকদূর বাকি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্ব আসরে ভারতকে হারিয়ে পাকিস্তানের ইতিহাস

বিশ্ব আসরে ভারতকে হারিয়ে পাকিস্তানের ইতিহাস

ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ, শুধুমাত্র খেলা নয়

ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ, শুধুমাত্র খেলা নয়

সব দলের সাথেই আত্মবিশ্বাসী ভারত : কোহলি

সব দলের সাথেই আত্মবিশ্বাসী ভারত : কোহলি

ভারতকে হারালে পাকিস্তান ক্রিকেটারদের ভবিষ্যৎ উজ্জ্বল

ভারতকে হারালে পাকিস্তান ক্রিকেটারদের ভবিষ্যৎ উজ্জ্বল