সমালোচকদের নিজের চেহারা আয়নায় দেখতে বললেন মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৫ অক্টোবর ২০২১
সমালোচকদের নিজের চেহারা আয়নায় দেখতে বললেন মুশফিক

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরেছিল বাংলাদেশ। এরপরেই দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে শুরু হয় একের পর এক সমালোচনা। সে সমালোচনা নিয়ে কথা বলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এবার সে তালিকায় যুক্ত হলেন ব্যাটার মুশফিকুর রহিম।

অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি মুশফিকুর রহিম। ঘরের মাঠে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে খেললেও ছিলেন না ছন্দে। তাই তো ছন্দে ফেরার চাপে ছিলেন। শেষ পর্যন্ত রানে ফিরেছেন মুশফিক। রানে ফিরেই দিলেন সমালোচনার জবাব। সমালোচকদের বললেন নিজের চেহারা আয়নায় দেখতে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৮ রান করলেও দলকে জেতাতে পারেননি। ওমান কিংবা পাপুয়া নিউগিনির বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মুশফিক। তবে দীর্ঘদিনের ফর্মহীনতা কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে ৫৭ রানের এক দারুণ ইনিংস খেলেন মুশফিকুর রহিম। যদিও বোলারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জেতা হয়ে উঠেনি।

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পরে বাংলাদেশের সংবাদ সম্মেলনে আসেন মুশফিকুর রহিম। তখনই তাকে বাইরের সমালোচনা নিয়ে প্রশ্ন করা হয়।

উত্তরে মুশফিক জানান, তিনি সমালোচনা গায়ে মাখেননি। নিজের মত করেই রানে ফেরার চেষ্টা করেছিলেন। বলেন, ‘মাঠের বাইরে কী কথা ছচ্ছে?মাঠের বাইরে কী কথা হচ্ছে? এমন কথা তো হবেই। ভালো করলে তালি দেবে, খারাপ করলে গালি দেবে। আমি ১৬ বছর ধরে খেলছি, আমার জন্য এসব নতুন কিছু না।’

এরপরই সমালোচকদের জন্য পরামর্শ দিয়েছেন মুশফিক। তিনি বলেন, ‘যারাই এমন কথা বলেন, তাদের নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত। কারণ, তারা বাংলাদেশের হয়ে খেলে না, আমরাই খেলি। শুধু আমি না, ১৬ বছর ধরে যারা খেলছেন কিংবা তারও আগে থেকে, যারা টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগেও খেলেছেন, সবাই কিছু করার চেষ্টা করেছেন। কোনো দিন হয়, কোনো দিন হয় না।’

নিজের পজিশনে নিয়মিত রান পাওয়াটাও খুব কঠিন বলে মনে করেন মুশফিকুর রহিম। জানান, শুরুর তিন ব্যাটসম্যানরা সময় পায়, তবে চার-পাঁচে খেলা ব্যাটাররা নিয়মিত রান পাননা। তাই তো নিয়মিত রান করা হয়ে উঠে না।

এছাড়াও জানান, সবার দিন সমান যায় না। বলেন, ‘উত্থান-পতন থাকেই। আমাদের নিশ্চিত করতে হবে, কন্ডিশনের বিচারে ওই দিন যার ভালো অবস্থা, তার ইনিংসটা যেন বড় হয়। আজ নাঈম যেমন করেছে। অমন হলে সে ইনিংসটা, এমনকি সেঞ্চুরি পর্যন্ত টানতে হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বারবার ভুল সিদ্ধান্ত ক্যাপ্টেন মাহমুদউল্লাহর 

বারবার ভুল সিদ্ধান্ত ক্যাপ্টেন মাহমুদউল্লাহর 

১০ ওভার পর ম্যাচ থেকে ছিটকে গিয়েছি : মাহমুদউল্লাহ

১০ ওভার পর ম্যাচ থেকে ছিটকে গিয়েছি : মাহমুদউল্লাহ

ক্যাচ মিসে ম্যাচ হারলেও লিটনকে দায়ী করছেন না মুশফিক

ক্যাচ মিসে ম্যাচ হারলেও লিটনকে দায়ী করছেন না মুশফিক

বড় সংগ্রহের ম্যাচে টাইগারদের বড় হার

বড় সংগ্রহের ম্যাচে টাইগারদের বড় হার