টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। প্রথম জয়ের খোঁজে থাকা পাকিস্তান এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ক্রিকেটের বিশ্বমঞ্চে কখনই ভারতকে হারাতে না পারা পাকিস্তান মাঠে নেমেছে জয়ের খোঁজে। অপরদিকে ভারতের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা।
সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেবার জয়ের হাসি হেসেছিল ভারত। আইসিসি টুর্নামেন্টে একবারই ভারতকে হারাতে পেরেছিল পাকিস্তান।
২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েছিল সরফরাজের নেতৃত্বাধীন পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। একবারও জয়ের মুখ দেখেনি ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের প্রথম দেখায় জয়ের সম্ভাবনা জাগিয়েছিল পাকিস্তান। তবে সেবার ম্যাচ ড্র করে তারা। ক্রিকেটের ক্ষুদ্রতম বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে এটাই পাকিস্তানের সর্বোচ্চ অর্জন।
টি-টোয়েন্টি সংস্করণে ভারতের বিপক্ষে একবারই জয় পেয়েছিল। ২০১২ সালে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতকে তাদের ঘরের মাঠে হারায়। এরপর থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিপক্ষে ভারতের কোনো জয় নেই।
ভারত একাদশ
লোকেশ রাহুল,রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষাভ পান্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, মোহাম্মদ সামি ও জাসপ্রির বুমরাহ।
পাকিস্তান একাদশ
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান,মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]