নাঈম ভালো ইনিংস খেলেছে : মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৫ এএম, ২৫ অক্টোবর ২০২১
নাঈম ভালো ইনিংস খেলেছে : মুশফিক

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিং নিয়ে বেশ সমালোচনায় পড়েছিলেন ওপেনার নাঈম শেখ। তবে বিশ্বকাপে খেলা তিন ইনিংসের মধ্যে দুইটিতেই করেছেন পঞ্চাশোর্ধ রান। তাই তো তার প্রশংসা করতে ভুলেননি অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

ওমান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে দুই হাফ সেঞ্চুরি করেলেও বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে কোনো রান করেই ফেরেন তিনি। তবে এক ম্যাচের বিরতিতে আবারও জ্বলে ওঠেন তিনি।

ব্যাটার মুশফিকের মতে উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। তবে সময়ের সাথে সাথে উইকেটে ব্যাট করা কঠিন হয়ে উঠতো বলে জানান তিনি।

বলেন, ‘ব্যাটিংয়ের জন্য এটা বেশ ভালো একটি উইকেট ছিল। সর্বশেষ কয়েক ম্যাচে দেখেছি, পরে রান করা বেশ কঠিন হয়ে হয়ে উঠছে। তাই আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম।’

এ ধরনের উইকেটে কাউকে না কাউকে ধরে খেলতে হয় বলে জানান মুশফিক। তিনি বলেন, ‘এ উইকেটে কাউকে না কাউকে দীর্ঘ সময় ব্যাট করা দরকার। নাঈম ভালো ইনিংস খেলেছে।’

বিশ্বকাপে মাত্র তিন ম্যাচ খেলে দুই হাফ সেঞ্চুরি করা নাঈম এক ছোট্ট রেকর্ডে ঢুকে গিয়েছেন। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ দুইটি হাফ সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল।

প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই তামিমের এ রেকর্ডের ভাগ বসান তিনি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম নেদারল্যান্ডস এবং ওমানের বিপক্ষে পঞ্চাশোর্ধ ইনিংস খেলেন।

বাংলাদেশের রেকর্ড গড়লেও বিশ্বরেকর্ড থেকে বেশ দূরে আছেন নাঈম শেখ। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে চারটি অর্ধ শতক করেছিলেন অস্ট্রেলিয়ান ম্যাথু হেইডেন। এছাড়াও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্ব আসরে এ রেকর্ড গড়েছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টানা জয়, নাকি হারের স্বাদ পাবে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টানা জয়, নাকি হারের স্বাদ পাবে বাংলাদেশ

হাসারাঙ্গায় ভীত নয় বাংলাদেশ : ডোমিঙ্গো

হাসারাঙ্গায় ভীত নয় বাংলাদেশ : ডোমিঙ্গো

বাংলাদেশ ম্যাচে নিজেদের ফেবারিট মানছে শ্রীলঙ্কা

বাংলাদেশ ম্যাচে নিজেদের ফেবারিট মানছে শ্রীলঙ্কা

ডোমিঙ্গোর দৃষ্টিতে শারজাহ’র উইকেট মিরপুরের সাথে ‘মিল’

ডোমিঙ্গোর দৃষ্টিতে শারজাহ’র উইকেট মিরপুরের সাথে ‘মিল’