নিদাহাস ট্রফির সেই ব্যাটিং কি ফিরে পাবেন মুশফিক?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৮ এএম, ২৫ অক্টোবর ২০২১
নিদাহাস ট্রফির সেই ব্যাটিং কি ফিরে পাবেন মুশফিক?

ফাইল ছবি

তিন বছর পর আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। নিদাহাস ট্রফির সে ম্যাচে মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। সে ম্যাচে দুর্দান্ত পারফর্ম করার মুশফিক এবার ঠিক ফর্মে নেই। আবারও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক হতে পারবেন কি মুশফিক? এ নিয়ে চলছে বেশ জল্পনা-কল্পনা।

চলতি বছরে ঠিক ফর্মে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৮ সালের নিদাহাস ট্রফি তে মাত্র ৩৫ বলে অপরাজিত ৭২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছিলেন তিনি। সেই ম্যাচে আগে ব্যাট করা শ্রীলঙ্কা বাংলাদেশকে ২১৫ রানের লক্ষ্য দেয়। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ দুই বল হাতে রেখেই জয়ের বন্দরে পা রাখে।

অভিজ্ঞ মুশফিক চার নম্বর পজিশনে বাংলাদেশের সেরা ব্যাটার। প্রায় ১৬ বছর ধরে বাংলাদেশের সব ফরম্যাটে দেশকে প্রতিনিধিত্ব করছেন তিনি। বিশ্বকাপে তার ব্যাটে রানের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। 

২০১৬ বিশ্বকাপে ভারতের সাথে ৩ বলে ২ রান করতে ব্যর্থ হন। সেই ম্যাচে মুশফিক এবং মাহমুদউল্লাহ পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ জয়ের সু্যোগ হারান। যদিও ২০১৯ সালে সে আক্ষেপ ঘোচায় ভারত। 

২০১৮ নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার দেওয়া ২১৫ রানের লক্ষ্যে মুশফিকের ব্যাটে কষ্টার্জিত জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে মুশফিকের অনবদ্য ৭২ রানের ইনিংসে ভর করেই টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় পায় বাংলাদেশ।

ম্যাচ শেষে জয় উদযাপনে তার দেওয়া নাগিন ডান্স এখনো সমর্থকদের মনে আলোড়ন সৃষ্টি করে।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো নিজের ফর্ম খুঁজে বেড়াচ্ছেন মুশফিকুর রহিম। তার সামনে বেশ ভালো সুযোগ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফির সেই গৌরব ফিরিয়ে আনার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৩৬ বলে ৩৮ রান করে ড্রেসিংরুমে ফিরে যান। মুশফিকের আউটের পরই ওই ম্যাচে জয়ের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচেও হাসেনি মুশফিকের ব্যাট৷ ওমানের সাথে মাত্র ৬ রানে আউট হওয়া মুশফিক স্কটল্যান্ডের সাথে মাত্র ৫ রান করতে পেরেছিলেন। 

সুপার টুয়েলভে মুশফিকের ব্যাটে রান ফিরে আসলে আদতে তা বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার জন্যই ভালো হবে। শ্রীলঙ্কার বিপক্ষেও দল তার ব্যাটের দিকে তাকিয়ে আছে। এখন পর্যন্ত সুপার টুয়েলভে কোনো জয় পায়নি বাংলাদেশ। প্রথম জয়ের লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা।

স্পোর্টসমেইল২৪/এসিএইচ/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

হাসারাঙ্গায় ভীত নয় বাংলাদেশ : ডোমিঙ্গো

হাসারাঙ্গায় ভীত নয় বাংলাদেশ : ডোমিঙ্গো

শ্রীলঙ্কার বিপক্ষে টানা জয়, নাকি হারের স্বাদ পাবে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টানা জয়, নাকি হারের স্বাদ পাবে বাংলাদেশ

বাংলাদেশ ম্যাচে নিজেদের ফেবারিট মানছে শ্রীলঙ্কা

বাংলাদেশ ম্যাচে নিজেদের ফেবারিট মানছে শ্রীলঙ্কা

ডোমিঙ্গোর দৃষ্টিতে শারজাহ’র উইকেট মিরপুরের সাথে ‘মিল’

ডোমিঙ্গোর দৃষ্টিতে শারজাহ’র উইকেট মিরপুরের সাথে ‘মিল’