বিশ্বকাপের প্রাথমিক পর্বে দারুণ বোলিং করেছেন শ্রীলঙ্কার লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাই তো ভাবা হচ্ছে অধিনায়ক দাসুন শানাকার তুরুপের তাস হবেন হাসারাঙ্গা। তবে বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো জানালেন হাসারাঙ্গাকে নিয়ে ভীত নয় মাহমুদউল্লাহ বাহিনী।
বাংলাদেশের ব্যাটারদের জন্য সবসময়ই সমস্যার কারণ ছিল লেগ স্পিন। তাই তো হাসারাঙ্গা শ্রীলঙ্কার জন্য হতে পারেন ম্যাচের নায়ক। হাসারাঙ্গাকে মোকাবিলা করার উপরই অনেকটা নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য।
বাংলাদেশ কোচ ডোমিঙ্গোর মতে, বাংলাদেশ দল হাসারাঙ্গার সামর্থ্য সম্পর্কে সচেতন। তিনি বলেন, ‘আমরা গত কয়েক মাসে হাসারাঙ্গাকে বেশ কয়েকবার মোকাবিলা করেছি। আমরা তার সামর্থ্য সম্পর্কে জানি। ও করতে পারে তা আমাদের জানা আছে।’
আরব আমিরাত দুপুর দুইটায় মাঠে নামবে বাংলাদেশ দল। এ গরমে খেলা বাংলাদেশের জন্য ভালো হবে নাকি খারাপ, তা নিয়ে তৈরি হয়েছে অনেক প্রশ্ন। তবে ডোমিঙ্গোর মতে এটা বাংলাদেশের জন্য ভালো হবে বলে মনে করেন।
তিনি বলেন, ‘দিনের বেলা খেলা হওয়ায় আমি খুশি। এটা আমাদের অনূকূলে থাকবে। সবচেয়ে বড় কথা দিনে খেলা হওয়ায় শিশির নিয়ে চিন্তা করতে হবে না।’
টাইগার কোচ ডোমিঙ্গোর মতে দিনের বেলা খেলা হওয়ায় বাংলাদেশের স্পিনারদের জন্য বেশ সুবিধা হবে। তাই তো দিনে বেলা খেলা হওয়ায় খুশি তিনি।
স্পিনাররা এখানে সফল হবে বলে মনে করেন রাসেল ডোমিঙ্গো। উইকেট টু উইকেট এবং লাইন লেন্থ ঠিক রাখতে পারলে ব্যাটারদের বোল্ড আউট এবং লেগবিফোরের ফাঁদে ফেলা সহজ হবে বলে মনে করেন তিনি।
অন্যান্য স্টেডিয়ামের তুলনায় কিছুটা ছোট শারজাহ স্টেডিয়াম। এটা বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা বলে জানান টাইগার কোচ। তার মতে, বাংলাদেশ পাওয়ার হিটিংয়ে দক্ষ না হওয়ায় ছোট মাঠে দলকে রান তুলতে সহায়তা করবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]