বাংলাদেশ ম্যাচে নিজেদের ফেবারিট মানছে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৮ পিএম, ২৪ অক্টোবর ২০২১
বাংলাদেশ ম্যাচে নিজেদের ফেবারিট মানছে শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে তিন প্রতিপক্ষের সাথেই বেশ সহজেই ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। তাই তো সুপার টুয়েলভে জায়গা পেতে তাদেরকে কোনো বেগ পেতে হয়নি। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট-বলের লড়াইয়ের আগে নিজেদের ফেবারিট মানছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

রোববার (২৪ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। এ ম্যাচের আগে সবদিক থেকেই নিজেদের এগিয়ে রেখেছে ২০১৪ সালের চ্যাম্পিয়নরা।

প্রাথমিক পর্বে শ্রীলঙ্কার বৈচিত্র্যময় বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি নামিবিয়া, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস। তিন দলকেই অল্প রানে আটকে দিয়েছিল লঙ্কান বোলিং লাইন আপ।

বাংলাদেশ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক শানাকা বলেন, ‘ কোয়ালিফায়ারে ওই ম্যাচগুলো জিতে তারা (বাংলাদেশ) ছন্দ খুঁজে পেয়েছে। এটা তাদের জন্য বেশ ভালো ব্যাপার। তবে আমার মতে, আমাদের দলটা ওদের তুলনায় ভালো। আমাদের জয়ের সম্ভাবনা বেশি।’

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিমধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছে শ্রীলঙ্কা। বলেন, ‘টি-টোয়েন্টি খুবই স্বল্প সময়ের খেলা। আমাদের দিনে আমরা কতটা ভালো, সবাই তা দেখেছে।’

অধিনায়ক শানাকা নিজের দলের উপর পূর্ণ আস্থা রাখতে চান। নিজেদের সামর্থ্য সম্পর্কে অধিনায়ক বলেন, ‘ছেলেরা দারুণ করেছে। তারা নিজেদের দক্ষতা দেখিয়েছে। তারা এ আসরে কী করতে পারে তা দেখিয়েছে। এবারের বিশ্বকাপে ইতিমধ্যে তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ডোমিঙ্গোর দৃষ্টিতে শারজাহ’র উইকেট মিরপুরের সাথে ‘মিল’

ডোমিঙ্গোর দৃষ্টিতে শারজাহ’র উইকেট মিরপুরের সাথে ‘মিল’

সব দলের সাথেই আত্মবিশ্বাসী ভারত : কোহলি

সব দলের সাথেই আত্মবিশ্বাসী ভারত : কোহলি

ভারতের বিপক্ষে পাকিস্তান দল আত্মবিশ্বাসী : বাবর আজম

ভারতের বিপক্ষে পাকিস্তান দল আত্মবিশ্বাসী : বাবর আজম

বাংলাদেশের বিপক্ষে ভয়ঙ্কর হতে পারেন আভিষ্কা

বাংলাদেশের বিপক্ষে ভয়ঙ্কর হতে পারেন আভিষ্কা