বিশ্বকাপে দুই দলের সর্বশেষ দেখায় বেন স্টোকসের করা শেষ ওভারে টানা চার বলে চার ছক্কা হাঁকিয়ে বিশ্বসেরার মুকুট নিজেদের করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ বছরের ব্যবধানে বিশ্বমঞ্চে আবারও দুই দলের মুখোমুখি লড়াই। তবে এবার শেষ হাসি হাসলো ইংল্যান্ড। রেকর্ডগড়া এক জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ইংল্যান্ড।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচের রেশ কাটতে না কাটতেই আবারও লো স্কোরিং ম্যাচ উপহার দেয় ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুইদল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। তার সে সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে সময় নেননি ইংলিশ বোলাররা।
ম্যাচের দ্বিতীয় ওভারেই ক্যারিবিয়ান ডেরায় আঘাত হানেন পেসার ক্রিস ওকস। তার বলে ফিরে যান ওপেনার এভিন লুইস। এরপর একের পর এক আঘাত হানা শুরু করেন দুই ইংলিশ স্পিনার আদিল রশিদ এবং মঈন আলি। দুইজন মিলে শিকার করেন ৬ উইকেট।
ইংলিশদের হয়ে টি-টোয়েন্টি ইতিহাসের সেরা বোলিং করেন আদিল রশিদ। এর আগে ৬ রানে ৪ উইকেট শিকার করে এ রেকর্ডের অংশীদার ছিলেন পেসার ক্রিস জর্ডান। ক্যারিবিয়ানদের বিপক্ষে ২ রানে ৪ উইকেট শিকার করে এ রেকর্ড নিজের করেন আদিল রশিদ।
আদিল রশিদের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পাশাপাশি মঈন আলির ১৭ রান খরচায় ২ উইকেট শিকারে মাত্র ৫৫ রানে থামে বিশ্ব চ্যাম্পিয়নদের ইনিংস।
টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো ১০০ রানের নিচের অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ছয়বারের দেখায় কখনই ইংল্যান্ডের বিপক্ষে হারেনি। তবে সপ্তম বারের চেষ্টায় জয়টা ঠিকই তুলে নিয়েছে ইংলিশরা। তবে জয়ের জন্য তাদেরকেও খেলতে হয়ে ৯ম ওভার পর্যন্ত।
টস হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ ৯ রান তুলতেই হারিয়ে ফেলে দুই উইকেট। দুই উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপণ ক্রিস গেইল। তবে ১৩ বলে ১৩ রান তিনিও ফিরে যান। ক্রিস গেইলের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনআপ। একমাত্র ব্যাটার হিসেবে দুই অঙ্কের ঘরে পৌঁছে ছিলেন গেইল।
মঈন আলি, আদিল রশিদ এবং টাইমাল মিলসের বোলিং তোপে বিশ্বকাপ ইতিহসের তৃতীয় সর্বনিম্ন রানে অলআউট হয়ে ক্যারিবিয়ানরা।
ছোট লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ব্যাটিং নিয়ে ভুগেছিল ইংল্যান্ড। ৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারাও ৪ উইকেট হারিয়ে বসে।
উইকেটরক্ষক ব্যাটার জশ বাটলারের ২২ বলে ২৪ রানের ইনিংস ইংলিশদের জয়ের ভিত গড়ে দেয়। এছাড়াও অধিনায়ক ইয়ন মরগান ৭ বলে ৭ রান করে অপরাজিত ছিলেন।
এদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম উইকেট শিকার করেন স্পিনার আকিল হোসেন। পাওয়ার প্লেতে ২ উইকেট শিকার করে ইংলিশদের জয় কঠিন করে তোলার আভাস দেন। এছাড়াও দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা রবি রামপাল একটি উইকেট শিকার করেন। ক্যারিবিয়ানদের ইনিংসে দারুণ বল করার সুবাদের ম্যাচ সেরার পুরস্কার নিজের করে নিয়েছে মঈন আলি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]