চলতি বছরের জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সফরে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে প্রোটিয়ারা। অবশ্য পূর্ব নির্ধারিত সূচিতে তিনটি টেস্ট থাকলেও একটি ম্যাচ কমিয়ে সূচি নির্ধারণ করা হয়েছে।
ঘরের মাঠে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার সফরের জন্য জুলাইয়ে প্রথম সপ্তাহে দেশ ছাড়বে প্রোটিয়ারা। এ নিয়ে ষষ্ঠবারের মতো শ্রীলঙ্কা সফর করবে দক্ষিণ আফ্রিকা।
গল-এ ১২ জুলাই থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজে প্রথম ম্যাচ। ২০ জুলাই থেকে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব শুরু হবে সিরিজে দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ২৯ জুলাই থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। সিরিজের বাইক চারটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১, ৫, ৮ ও ১২ আগস্ট।
ওয়ানডে সিরিজ শেষে ১৪ আগস্ট একমাত্র টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাসাদা স্টেডিয়ামে।
১৯৯৩ সালে প্রথমবারের মতো শ্রীলঙ্কা সফর করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল । প্রথমবারই সিরিজ জিতে নেয় প্রোটিয়ারা। এরপর সেখানে আরও চার বার টেস্ট সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা। মোট পাঁচটির মধ্যে দু’বার সিরিজ জয় করতে পারে তারা। ১৯৯৩ ও ২০১৪ সালে।
বর্তমানে টেস্ট র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশের মাটিতে সম্প্রতি তিনটি সিরিজ জয় করেছে তারা। বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আধিপত্য বিস্তার করে টেস্ট সিরিজ জয় করে দক্ষিণ আফ্রিকা।