ভারতকে হারালে পাকিস্তান ক্রিকেটারদের ভবিষ্যৎ উজ্জ্বল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৮ এএম, ২৪ অক্টোবর ২০২১
ভারতকে হারালে পাকিস্তান ক্রিকেটারদের ভবিষ্যৎ উজ্জ্বল

ইতিমধ্যেই শুরু হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। সুপার টুয়েলভ শুরু হলেও ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় আছেন ভারত-পাকিস্তান ম্যাচের জন্য। ক্রিকেটের অন্যতম এ হাই ভোল্টেজ ম্যাচে ফলাফল নিজেদের পক্ষে নিতে পারলেই পাকিস্তানের ক্রিকেটারদের ব্যাক একাউন্টে যুক্ত হবে অতিরিক্ত অর্থ।

রোববার (২৪ অক্টোবর) ভারতকে হারাতে পারলেই পাকিস্তানের ক্রিকেটাররা মোটা অঙ্কের বোনাস পাবেন। দুবাইয়ে অনুষ্ঠিতব্য এ ম্যাচ জিততে পারলে পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়বে ৫০ শতাংশ।

বিশ্বকাপে শুধু ভারতের বিপক্ষে জয় নয়, টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ডকে হারাতে পারলেও ম্যাচ ফি ৫০ শতাংশ বাড়বে বলে ঘোষণা দিয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী সর্বোচ্চ গ্রেডে থাকা ক্রিকেটাররা টি-টোয়েন্টিতে ম্যাচ প্রতি ৩,৩৮,২৫০ রুপি পান। তবে ভারতের বিপক্ষে জিতলে ম্যাচ ফির পরিমাণ দাঁড়াবে প্রায় ৫ লাখ রুপিতে।

ভারত এবং ইংল্যান্ডের বিপক্ষে জিতলে ম্যাচ ফি ৫০ শতাংশ বাড়লেও বিশ্বকাপ জিততে পারলে তা বাড়বে ৩০০ শতাংশ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির শর্ত অনুযায়ী এ বেতন বাড়বে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের জন্য ১৬ লাখ মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল। পিসিবির কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী স্কোয়াডে থাকা সব ক্রিকেটারদের মধ্যে এ অর্থ ভাগ করে দেওয়া হবে। এছাড়াও টিম ম্যানেজমেন্টের সদস্যরা একজন ক্রিকেটারের সমতুল্য অর্থ পাবেন বলে জানানো হয়েছে।

শুধু আইসিসি থেকে প্রাপ্ত অর্থ কিংবা ম্যাচ ফি বাড়ানো নয়, এর বাইরেও পিসিবির পক্ষ থেকে ক্রিকেটাররা বোনাস পাবেন বলে জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ ম্যাচের আগে লঙ্কা দলে ইনজুরি

বাংলাদেশ ম্যাচের আগে লঙ্কা দলে ইনজুরি

একদিন আগেই ভারতের বিপক্ষে ‘একাদশ’ জানালো পাকিস্তান

একদিন আগেই ভারতের বিপক্ষে ‘একাদশ’ জানালো পাকিস্তান

ভারতের বিপক্ষে পাকিস্তান দল আত্মবিশ্বাসী : বাবর আজম

ভারতের বিপক্ষে পাকিস্তান দল আত্মবিশ্বাসী : বাবর আজম

একই দিনে এশিয়ার চার জায়ান্টের লড়াই

একই দিনে এশিয়ার চার জায়ান্টের লড়াই