চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া।
শনিবার (২৩ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। দুই দলই বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজে হারের মুখ দেখেছে।
অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছিল। অপরদিকে দক্ষিণ আফ্রিকা তাদের সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল।
এ ম্যাচের মধ্যে দিয়ে আবারও ইনজুরি কাটিয়ে ফিরেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। শ্রীলঙ্কা সফরে হাতের ইনজুরিতে পড়েছিলেন তিনি।
এছাড়াও অস্ট্রেলিয়া দলের টপ অর্ডারে খেলা ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিসরাও আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি কাটিয়ে দলে ফিরেছেন। এছাড়াও ইনজুরিমুক্ত হয়ে ফিরেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, রসি ভ্যান ডার ড্যুসেন,ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, এনরিখ নর্টজে, তাবারাইজ শামসি।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলেউড।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]