চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ-১ এ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং রানার্স আপ ইংল্যান্ড। এ ম্যাচে আবারও ইংল্যান্ডকে হারিয়ে ক্যারিবিয়ানরা বিশ্বকাপের শুভ সুচনা করবে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক স্পিনার স্যামুয়েল বদ্রি।
সর্বশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টানটান উত্তেজনার ম্যাচে শেষ ওভারে ব্রাথওয়েটের চার ছক্কায় শিরোপা নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
সেই ম্যাচের ওয়েস্ট ইন্ডিজ একাদশে ছিলেন স্পিনার স্যামুয়েল বদ্রি, ফাইনালে নিজের কোটার পুরোটা বোলিং করে মাত্র ১৬ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া বদ্রি এ বিশ্বকাপে দলকে জানিয়েছেন শুভকামনা।
তিনি জানান, টি-টোয়েন্টি ফরম্যাটে যে কোন দল যেকোনো সময় ম্যাচ জয়ের ক্ষমতা রাখে। ক্রিকেটের এ সংস্করনে ছোট দল বড় দল বলতে কিছু নেই বলে জানান বদ্রি।
পাঁচ বছর আগের স্মৃতি রোমন্থন করে বদ্রি বলেন, ‘২০১৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই আমরা প্রতিদ্বন্দিতা গড়ে তুলেছিলাম। ফাইনালের আগে গ্রুপ পর্বের ম্যাচেও আমরা ইংল্যান্ডকে হারিয়েছিলাম। সেই ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করে দলকে এগিয়ে নিয়েছিলেন গেইল।’
ফাইনালে জয়ের জন্য শেষ ওভারের ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য দরকার ছিল ১৯ রান। সে সময় দলের প্রতিটি ক্রিকেটারের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছিল বলে জানান তিনি। বলেন, ‘ফাইনালে শেষ ওভারে যখন ১৯ রান প্রয়োজন ছিল, সে সময় আমাদের দলের সবার চোখে-মুখে উৎকন্ঠা ফুটে উঠেছিল। আমার চোখে এখনও শেষ ওভারে ব্রাথওয়েটের টানা চারটি ছক্কা মারার মুহূর্ত ফুটে ওঠে।’
ওই আসরের মধ্যে দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম কোনো টূর্নামেন্টে নামেন ক্যারিবিয় অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট। তবে ফাইনালে নিজের পারফর্মেন্সের সেই ছাপ পড়তে দেননি ব্রাথওয়েট। এ বিষয়ে বদ্রি বলেন, ‘বিশ্বকাপে ব্রাথওয়েটের খেলা প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছিল। দলের বড় বড় নামকে ছাপিয়ে তার পারফরম্যান্স আমাদেরকে জয় এনে দেয়।’
পাঁচ বছর আবারও মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারও ওয়েস্ট ইন্ডিজের শিরোপা জয়ের ভালো সুযোগ আছে বলে মনে করে এ লেগ স্পিনার। তার মতে, ‘পাঁচ বছর পর আমি এখনো মনে করি ওয়েস্ট ইন্ডিজের ভালো এ বিশ্বকাপ জেতার ভালো সুযোগ আছে। দলে এখন অভিজ্ঞ খেলোয়াড়দের সাথে তারুণ্যের ভালো সমন্বয় রয়েছে।’
কাইরন পোলার্ডের নেতৃত্বে দল ভাল করবে বলে মনে করেন বদ্রি। দলে ফেরা ক্রিস গেইল এবং ডোয়েইন ব্রাভো আমাদের এই দলকে আবারো চ্যাম্পিয়ন করবে বলে অভিমত দেন বদ্রি।
স্পোর্টসমেইল২৪/এসিএইচ/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]